দুদক এবং মেডিকেল কলেজ ও হাসপাতালের উপর ভরসা হারাচ্ছে সাধারণ মানুষ
আপডেট সময় :
২০২৫-০৪-২৯ ২০:৫৯:০৮
দুদক এবং মেডিকেল কলেজ ও হাসপাতালের উপর ভরসা হারাচ্ছে সাধারণ মানুষ
মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতি দমনে অভিযান পরিচালিত হওয়ার পর সাধারণ মানুষ মনে করে ছিলো যে, দুদক সুন্দর একটি হাসপাতাল উপহার দিবে, কিন্তু না উল্টো হাসপাতালে দুর্নীতি ও অনিয়ম বেরে গিয়েছে।
গত ২০২৫ ইংরেজি ০২ তারিখ ফেব্রুয়ারি দুদক হাসপাতালে সকল বিষয় দুদকে জমা দেওয়া কথা থাকলেও তা জমা না দিয়ে, উল্টো হাসপাতালে ভেতর অনিয়ম শুরু হয়, গত ফেব্রুয়ারী থেকে শুরু করে এই এপ্রিল মাস এর মাঝে ঘটেছে অনেক অনিয়ম, ফেব্রুয়ারী শেষে দিক থেকে ডাক্তার ও নার্স রোগীদের সাথে খারাপ আচরণ করে।
গেল মার্চ রোজা সময় নার্স ও ডাক্তারের উপস্থিত ছিলো খুব কম, ওপর দিকে রুগী দের খাবার মান ছিলো খারাপ, ঈদের পর ডাক্তার কর্ম স্থানে আসলেও তেমন কোন ফলাফল পাওয়া যায় নাই।
গত ১৫ দিন আগে, মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা বন্ধ হয় বিনা নোটিশে, গত সাপ্তাহে ডাক্তার আশরাফ হোসেন হাসপাতালে ডিউটি না করে অফিস চলা কালিন তিনি সুরক্ষা ডায়াগনস্টিক ও ফিজিওথেরাপি সেন্টারে রুগী দেখেন।
গত দুই দিন আগে, ভুল চিকিৎসা কারণে রুগীর মৃত্যু বরণ করে, তার ছিল ইন্টার্নি শিক্ষার্থী ঐশী ও মেডিকেল অফিসার ডা: নুরজাহান, আবার আগে থেকে নার্স জান্নাত আরা শিমুল হাসপাতাল থেকে ১০ টি বায়োপোলার ডায়াথেরাপি মেশিন চুরি করে চলে যায় তাকে সাহায্য করে বর্তমানে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযুক্ত হয়, সকল বিষয় মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রথম পরিচালক ডাক্তার মো সফিকুল ইসলাম এই সব অস্বীকার করে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স