প্রকল্পে নয়ছয় ও দুর্নীতির অভিযোগে রাজশাহী এলজিইডির প্রকৌশলীর কার্যালয়ে দুদকের অভিযান
প্রকল্পে নয়ছয় ও দুর্নীতির অভিযোগে রাজশাহী এলজিইডির প্রকৌশলীর কার্যালয়ে দুদকের অভিযান
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুদক। মঙ্গলবার সাড়ে ১১টার জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে প্রবেশ করে এ অভিযান শুরু করেন।
এ সময় দুদকের সদস্যরা রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কক্ষে প্রবেশ করে তার উপস্থিতিতে সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্রের তল্লাশী করেন ও খোঁজখবর করেন এবং জিজ্ঞাসাবাদ করেন। এরপর এলজিইডির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করেন।
উল্লেখ্য, রাজশাহীর এলজিইডির নামে সরকারি বিভিন্ন প্রকল্পে নয়ছয় ও দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা করা অভিযোগ রয়েছে কর্মকর্তা- কর্মচারীদের বিরুদ্ধে। অভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবের উত্তর দিবেন দুদক।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স