ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর ডেমরায় অপহরণ করে মুক্তিপণ দাবী, র‌্যাব কর্তৃক ০৩ জন আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।


আপডেট সময় : ২০২৫-০৪-২৯ ১৫:১৩:৪৮
রাজধানীর ডেমরায় অপহরণ করে মুক্তিপণ দাবী, র‌্যাব কর্তৃক ০৩ জন আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার। রাজধানীর ডেমরায় অপহরণ করে মুক্তিপণ দাবী, র‌্যাব কর্তৃক ০৩ জন আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।




নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরায় অপহরণ করে মুক্তিপণ দাবী, র‌্যাব-১০ কর্তৃক ০৩ জন আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।


গতকাল ২৮/০৪/২০২৫ তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় ভিকটিম শহীদুল ইসলাম (৫৫) রাজধানীর ডেমরা থানাধীন সাইনবোর্ড শান্তিধারা ভাই ভাই ভিলাতে ম্যানেজার হিসাবে ভাড়ার টাকা উত্তোলনের জন্য বাসা থেকে বের হয়। একই তারিখ দুপুর অনুমান ১৩.৩০ ঘটিকার সময় ভিকটিমকে কে বা কারা সাইনবোর্ড ডগাইর সিএনজি স্ট্যান্ড হতে অপহরণ করে মোবাইলে তার স্ত্রী মোছা: সেলিনা আক্তার (৫৫) এর নিকট অজ্ঞাতনামা ব্যক্তি বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা মুক্তিপণ দাবী করে। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী রাজধানীর ডেমরা থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ৩০, তারিখ, ২৮/০৪/২০২৫ খ্রি., ধারা- ৩৬৫/৩৮৫/৩৮৬ পেনাল কোড ১৮৬০।
 

উক্ত অপহরণের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ভিকটিম উদ্ধার ও অপহরণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।


এরই ধারাবাহিকতায় গতকাল ২৮/০৪/২০২৫ তারিখ রাত অনুমান ২১.২০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর ডেমরা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অপহরণে জড়িত আসামী ১। মোঃ সুলেমান হাওলাদার (২৮), ২। মোঃ শাহাদাত হোসেন (২৪), ৩। মোঃ বিল্লাল হোসেন (১৯), সর্বপিতা- মোঃ খোকন হাওলাদার, সাং- তুসখালি, থানা- মঠবাড়িয়া,  জেলা- পিরোজপুর’কে গ্রেফতার করে এবং তাদের দেওয়া তথ্য মতে ভিকটিমকে উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।






 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ