ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কর্ণফুলীতে বাড়তি ভাড়া আদায়, যাত্রীদের মানববন্ধন


আপডেট সময় : ২০২৫-০৪-২৭ ২২:১৮:৫৪
কর্ণফুলীতে বাড়তি ভাড়া আদায়, যাত্রীদের মানববন্ধন কর্ণফুলীতে বাড়তি ভাড়া আদায়, যাত্রীদের মানববন্ধন




এম মনির চৌধুরী রানা : চট্টগ্রামের কর্ণফুলীর ডাঙারচর ঘাট দিয়ে নৌকায় পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন যাত্রীরা। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ যাত্রীরা ডাঙারচর-সল্টগোলা ঘাটে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি প্রতিবাদে গণজমায়েত ও বিক্ষোভ বিক্ষোভ করেন।



জানা গেছে, ঘাট দিয়ে দৈনিক কয়েক শত যাত্রী পারাপার করে। নতুন বছরের প্রথমদিন পহেলা বৈশাখ থেকে ভাড়া ৫ টাকা বৃদ্ধি করে জনপ্রতি ২০ টাকা ভাড়া বৃদ্ধি করলে বিপাকে পড়েন স্বল্প আয়ের পেশাজীবিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।



ডাঙ্গারচর নিরাপদ নৌযাত্রী পারাপার কল্যাণ সমিতির আহবায়ক আবদুল মোতালেবের সভাপতিত্বে ও বন্দর মহিলা কলেজের শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় বিক্ষোভে বক্তব্য রাখেন, জুলধা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক মো. জমির, সমাজসেবক মোহাম্মদ হারুন, জুলধা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সোলায়মান মিয়াজী, ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, মহিলা ইউপি সদস্যা শিপ্রারানী দে, ছাত্র প্রতিনিধি সেলিম রেজা, শিক্ষক কায়সার, রিফাত, রাফাত, ব্যাংকার আবদুল হালিম, যুবদল নেতা মো. সাদ্দাম, জসিম মিয়াজী, ইমরান হোসেন, ইঞ্জিনিয়ার হেলাল, গফুর, তাহসান ইসলাম আতিক, মোহাম্মদ আসিফ, আজিম উদ্দিন, নিজাম উদ্দিন, আশরাফুল ইসলাম, আরফান সাগর, শাহিন প্রমুখ। এ সময় বক্তারা বাড়তি ভাড়া প্রত্যাহার করার আহবান জানিয়ে পূর্বের ১৫ টাকা ভাড়া বহাল না করলে সিটি কর্পোরেশনের অফিস ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন।


সল্টগোলা ঘাটের সাব ইজারাদার আল ফয়সাল বিক্ষোভে একাত্মতা প্রকাশ করে বলেন, ঘাটে মাঝিসহ বিভিন্ন ব্যয় বৃদ্ধি পেয়েছে। সে কারণে পারাপারে ৫ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়। যাত্রীদের দাবিকে সম্মান দেখিয়ে আমরা যাত্রী পারাপারে ভাড়া বৃদ্ধি না করার পক্ষে রয়েছি।








 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ