ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ব্যাটারিচালিত ২৯০০ অটোরিকশা আটক


আপডেট সময় : ২০২৫-০৪-২৩ ২১:৩৭:২৬
চট্টগ্রামে ব্যাটারিচালিত ২৯০০ অটোরিকশা আটক চট্টগ্রামে ব্যাটারিচালিত ২৯০০ অটোরিকশা আটক




এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রাম জুড়ে নগরীর জেলা উপজেলার প্রধান সড়ক এবং অলিগলিতে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত রিকশা চলাচল করে। ফলে দুর্ঘটনা যেন নিয়মিত লেগেই আছে। শুক্রবার নগরীর কাপাসাগোলা নবাব হোটেলের পাশে হিজড়া খালসংলগ্ন ড্রেনে ব্যাটারিচালিত রিকশা পড়ে যায়। এতে  মারা যায় ছয় মাস বয়সি এক শিশু। শিশুটির লাশ পাওয়া যায় ঘটনার ১৪ ঘণ্টা পর ৫ কিলোমিটার দূরে চামড়া গুদাম এলাকায়।

এরপরই টনক নড়ে যথাযথ কর্তৃপক্ষের। শুরু হয় নগরজুড়ে ব্যাটারিচালিত রিকশা জব্দের অভিযান। বর্তমানে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ৫০ হাজারের ও বেশি  ব্যাটারিচালিত রিকশা। এক সময় অলিগলিতে অল্প কিছু রিকশা চলতে দেখা গেলেও এখন বেপরোয়া এই যান দাপিয়ে বেড়াচ্ছে নগরীর ও জেলা উপজেলার মূল রাস্তায়।

এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। পঙ্গুতো বরন করেছে অগনিত সাধারন মানুষ। গেলো ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুথানের পর আরও মাথা চড়া দিয়ে উঠে এই দ্রুতগতির যান। ফলে পুলিশকে তোয়াক্কা না করে অলিগলি ছেড়ে নগরের প্রধান সড়কে চলছে এই অটোরিকশা। তবে পুলিশের ট্রাফিক বিভাগ সচল হওয়ার পর বেড়েছে ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযান।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির চারটি ট্রাফিক জোন সূত্রে জানা গেছে, গত ২২ দিনে চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং হয়েছে ২৮৯৬টি। যা চট্টগ্রামের মনসুরাবাদে পুলিশের ডাম্পিং স্টেশনের বিশাল মাঠে রাখা হয়েছে এবিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা বেগম জানান, মূল সড়কে দুর্ঘটনার বড় কারণ এই ব্যাটারিচালিত বাহনটি। তাদের দৌরাত্ম্য কমাতেই অভিযান শুরু করা হয়েছে। পুলিশের এমন তৎপরতায় খুশি নগরবাসী। তারা বলছেন, এসব রিকশার বেশিরভাগ চালক কম বয়সী আর অদক্ষ। এতেই ঝুঁকি বেড়েছে দুর্ঘটনার।

ট্রাফিক উত্তর বিভাগের ইন্সপেক্টর (প্রশাসন) কামরুল ইসলাম বলেন, জব্দ ব্যাটারি রিকশা ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে। আমাদের জোনে এখন পর্যন্ত ৮২৯টি ব্যাটারি চালিত রিকশা জব্দ করা হয়েছে। সাধারণ মানুষের সড়কে চলাচল স্বাভাবিক রাখতে এই অভিযান চলমান রাখবো।

এদিকে নগরীর ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই শহরে ঠিক কয়টা ব্যাটারি রিকশা চলে তা জানা কঠিন তবে অসম্ভব না। কিন্তু যারা আমদানি করে বা সংযোজন করছে বা যেখানে এইসব চার্জিং-এ যাচ্ছে সেখানে কঠোর না হলে সড়কে তাদের নিয়ন্ত্রণ কঠিন। তাছাড়া আমাদের ট্রাফিকের সদস্যরা তাদের দাঁড়াতে সিগন্যাল দিলে তারা হয় দ্রুত গতিতে ইউটার্ন নিয়ে অন্যের উপর রিকশা তুলে দিচ্ছে না হয় আমাদের সদস্যকে ধাক্কা দিয়ে আহত করছে। তবে ট্রাফিকের চারটি জোনেই তাদের বিরুদ্ধে অভিযান চলছে। সাথে জেলা প্রশাসনও এগিয়ে এসেছে তাদের নিয়ন্ত্রণে।

সর্বশেষ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এক সমন্বয় সভায় বর্ষাকালে ব্যাটারিচালিত অটো রিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

একইসঙ্গে নগর পুলিশের ব্যাটারি রিক্সার বিরুদ্ধে চলমান অভিযানকে সাধুবাদ জানান। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে গত ২১ এপ্রিল সোমবার থেকে ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযানে নামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। কয়েক ভাগে ভাগ হয়ে তারা অভিযান চালাচ্ছেন ব্যাটারি রিকশার চার্জিং স্টেশনে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মুচলেকা নিয়ে সতর্ক করা হয় চার্জিং স্টেশনের মালিকদের।

অভিযানের বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হাসান বলেন, আমরা নগরের বেশ কিছু স্থানে অভিযান পরিচালনা করে ব্যাটারি রিকশাকে জরিমানা করেছি। পাশাপাশি চার্জিং স্টেশনের মালিকদের সতর্ক করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি। সামনে থেকে আমাদের এ অভিযান আরও বড় পরিসরে হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে ।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ