কেরাণীগঞ্জ হতে চুরি যাওয়া মিশুক অটোরিক্সা র্যাব কর্তৃক উদ্ধার ও জড়িত আসামী রাসেল গ্রেফতার।
কেরাণীগঞ্জ হতে চুরি যাওয়া মিশুক অটোরিক্সা র্যাব কর্তৃক উদ্ধার ও জড়িত আসামী রাসেল গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক : কেরাণীগঞ্জ হতে চুরি যাওয়া মিশুক অটোরিক্সা র্যাব-১০ কর্তৃক উদ্ধার ও জড়িত আসামী রাসেল (২৬) গ্রেফতার।
গতকাল ১৯/০৪/২০২৫ তারিখ সকাল অনুমান ১১.৪৫ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী গোলচত্বর এলাকা হতে একটি মিশুক অটোরিক্সা অজ্ঞাতনামা আসামীরা চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় মিশুক অটোরিক্সা চালক বাদী হয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং- ৪১, তারিখ- ১৯/০৪/২০২৫ খ্রি., ধারা- ৩৭৯ পেনাল কোড, ১৮৬০।
উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায়, জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ও চুরি যাওয়া মিশুক অটোরিক্সা উদ্ধারের জন্য অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৯/০৪/২০২৫ তারিখ রাত অনুমান ২১:৩০ ঘটিকায় উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন নাগর মহলঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত চুরি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী মো: রাসেল (২৬), পিতা- মো: আলী আকবর, সাং- লক্ষীপুর, থানা- মেঘনা, জেলা- কুমিল্লা’কে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্য মতে চুরি যাওয়া মিশুক অটোরিক্সাটি উদ্ধার করা হয়।
মিশুক অটোরিক্সা ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স