ফরিদপুরের হত্যা মামলার ০২ জন আসামী রাজধানীর খিলক্ষেত হতে র্যাব কর্তৃক গ্রেফতার।
ফরিদপুরের হত্যা মামলার ০২ জন আসামী রাজধানীর খিলক্ষেত হতে র্যাব কর্তৃক গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের হত্যা মামলার ০২ জন আসামী রাজধানীর খিলক্ষেত হতে র্যাব কর্তৃক গ্রেফতার।
গত ০২/১১/২০২৪ তারিখ দুপুর অনুমান ১৩:০০ ঘটিকার সময় মো: নুরুল ইসলাম (৪৮) ও তার বড় ভাই ভিকটিম কবির উদ্দিন (৫০) সহ ফরিদপুরের সদরপুর থানাধীন সাড়ে সাতরশি বাজার থেকে ছাগল ক্রয় করে বাড়িতে আসার পথে মোক্তার হোসেনের দোকানের সামনে তার অটোবাইক ঘোড়ানোর সময় আসামী মোঃ সম্রাট (২৫) এর অটোবাইকের সাথে ধাক্কা লাগে।
উক্ত বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামী সম্রাটসহ তার ভাই সাজিত (২৩) এসে ভিকটিম কবির উদ্দিনকে এলোপাতাড়ি মারধর করে। পরবর্তীতে উক্ত আঘাতের প্রেক্ষিতে গুরুতর অসুস্থ হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভিকটিম কবির উদ্দিন মৃত্যুবরণ করে। পরবর্তীতে ভিকটিমের ছোট ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে ফরিদপুরের সদরপুর থানার মামলা নং- ০২, তারিখ- ০৪/১১/২০২৪, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত মামলার জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২১/০৪/২৫ তারিখ বিকাল অনুমান ১৭.৫০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১ এর সহযোগীতায় ডিএমপি, ঢাকার খিলক্ষেত থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় আসামী ১। মোঃ স¤্রাট (২৫) ও ২। সাজিত (২৩), উভয় পিতা- মফিজ @ শুকুর মিয়া, সাং- গফুর মাতব্বরের ডাঙ্গী, থানা- সদরপুর, জেলা- ফরিদপুরদ্বয়কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স