ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-০৪-২৩ ১২:০০:৪৪
র‌্যাবের অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার র‌্যাবের অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার

 

 
মোঃ আখতার হোসেন হিরন, স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪৭ পিচ ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতনা হলেন- উপজেলার চর মোহনপুর (দাশপাড়া) গ্রামের পর্বত প্রামানিকের ছেলে আলামিন ও কয়রা হোরপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান।  
 
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, র‌্যাব-১২, সদর কোম্পানির আভিযানিক দল উল্লাপাড়া থানার চর মোহনপুর গ্রামের (দাসপাড়া) ১নং আসামি আলামিন এর বসত ঘরে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪৭ ইয়াবাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করে। এ সময় ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা নিজ হেফাজতে রেখে পরস্পর যোগসাজশে উল্লাপাড়া থানা ও সিরাজগঞ্জ জেলাসহ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
 
 


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ