নিজস্ব প্রতিবেদক : পুলিশ এ্যাসল্ট মামলার এজাহারনামীয় ০২ জন আসামী ফরিদপুরের মধুখালী হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
গত ২১/০১/২০২৫ তারিখ রাত অনুমান ১৯.৪০ ঘটিকার সময় ফরিদপুরের মধুখালী থানাধীন ডুমাইন বাজার এলাকায় আকরাম মোল্লা এর চায়ের দোকানের মধ্যে আসামী শরিফুল শিকদার (৩২) ও রাজিব শেখ (৩৫)’সহ সঙ্গীয় অপরাপর আসামীগণ তাস ও টাকা দিয়ে জুয়া খেলার সময় থানা পুলিশের একটি টহল দল তাদের জুয়া খেলায় বাঁধা প্রদান করলে তারা পুলিশের উপর ইট, পাটকেল, লাঠি, এসএস পাইপ ও লোহার রড দিয়ে আক্রমণ করে শরীরের বিভিন্ন স্থানে আঘাতসহ রক্তাক্ত, কাটা, নীলাফুলা জখম করে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে যায়।
উক্ত ঘটনায়, ফরিদপুর জেলার মধুুখালী থানার মামলা নং- ১১, তারিখ- ২৩/০১/২০২৫ খ্রিঃ, ধারা- ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/১১৪/৩৭৯/৩৪ পেনাল কোড, ১৮৬০ মুলে একটি নিয়মিত মামলা রুজু হয়। পরবর্তীতে তদন্তকারী জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২২/০৪/২০২৫ তারিখ রাত আনুমান ০২.১০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার মধুখালী থানাধীন ডুমাইন এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত মামলার পলাতক এজাহারনামীয় আসামী
১। শরিফুল শিকদার (৩২), পিতা- মৃত মোক্তার শিকদার ও ২। রাজিব শেখ (৩৫), পিতা- হাতেম শেখ, উভয় সাং- ডুমাইন পশ্চিমপাড়া, থানা- মধুখালী, জেলা- ফরিদপুরদ্বয়কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।