ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সলঙ্গায় শত্রুতার জেরে খড়ের পালা ভেঙে নেওয়া ও পিটিয়ে জখম করার অভিযোগ


আপডেট সময় : ২০২৫-০৪-১৯ ২১:১৯:২৪
সলঙ্গায় শত্রুতার জেরে খড়ের পালা ভেঙে নেওয়া ও পিটিয়ে জখম করার অভিযোগ সলঙ্গায় শত্রুতার জেরে খড়ের পালা ভেঙে নেওয়া ও পিটিয়ে জখম করার অভিযোগ

 
 
মোঃ আখতার হোসেন হিরন স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের সলঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে খড়ের পালা ভেঙে নেওয়া ও ভুক্তভোগী পরিবারের লোকজনকে এলোপাতারি ভাবে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুলাল ও পর্বত গংদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার দক্ষিন পাড়া গ্রামে এঘটনা ঘটে। 
 
 
স্থানীয় প্রধানবর্গ বলেন, ভুক্তভোগী মির্জাফুল, দুলাল ও পর্বত গংরা দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ করে আসছে। এবিষয় নিয়ে গ্রাম্যভাবে একাধীকবার মিমাংসা করে দেওয়া হয়েছে কিন্ত দুলাল ও পর্বত গংরা লাঠির ক্ষমতা দেখিয়ে প্রধান মাতব্বরদের অমান্য করে খড়রের পালা ভেঙে নিয়ে যায় এবং ভুক্তভোগী পরিবারকে মারধর করে জখম করে। 
 
অভিযোগ সুত্রে জানাযায়, জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো প্রতিবেশি দুলাল ও পর্বত আলীদের সাথে। এরই জের ধরে মির্জাফুলের পৈতৃক সম্পত্তি বসত বাড়ি দখল করার জন্য বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছে,গত শুক্রবার সকালে জোর পূর্বক পরিকল্পিতভাবে লাঠি শোঠা নিয়ে খড়ের পালা ভাঙ্গতে আসলে, ভুক্তভোগী পরিবার বাঁধা প্রধান করলে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে জখম করে, এঘটনায় ভুক্তভোগী মির্জাফুল নিরুপায় হয়ে সলঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন। 
 
এই বিষয়ে বিবাদীগনের সাথে কথা হলে আব্দুল জব্বার জানান, আমাদের যায়গায় তাদের খড়ের পালা দেওয়া ছিলো, বারবার সরিয়ে নিতে বললে তারা নেয়নি পরে আমরা ভেঙে দিয়ে জায়গা ফাকা করেছি।

এবিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকলেছুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
 

 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ