ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​প্রশ্নফাঁসের অভিযোগে ভূঞাপুরে আটক ৬


আপডেট সময় : ২০২৫-০৪-১৭ ২০:৫৭:১১
​প্রশ্নফাঁসের অভিযোগে ভূঞাপুরে আটক ৬ ​প্রশ্নফাঁসের অভিযোগে ভূঞাপুরে আটক ৬




মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে এসএসসি (দাখিল) পরীক্ষার প্রশ্নফাঁস ও দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও পরীক্ষার্থীসহ ৬ জনকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ভূঞাপুর ফাজিল মাদ্রাসায় পরীক্ষা চলাকালীন সময়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- ভূঞাপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. আব্দুস ছোবাহান, পরীক্ষার্থী সোনিয়া আফরোজ লিমা, প্রশ্নফাঁসের সহযোগী মিজানুর রহমান, লুৎফর রহমান, সুমন, মিজানুর, শাহ আলম, রায়হান আলী।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে ভূঞাপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এসএসসি (দাখিলের) গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের তৃতীয়তলার একটি কক্ষ থেকে এক ছাত্রী প্রশ্ন নিচে ফেলে দেন। ওই ছাত্রীর স্বজন সেটি সংগ্রহ করে ফটোকপি দোকানে যান। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাতেনাতে ধরে ফেলেন।

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, কেন্দ্র সচিব ও এক পরীক্ষার্থীসহ ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন বলেন, প্রশ্নপত্র কম থাকা ও দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিবকে আটক করা হয়। এছাড়া কক্ষ থেকে পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্নপত্র বাইরে পাচারের অভিযোগে এক পরীক্ষার্থী ও প্রশ্নফাঁস সহযোগী আরও ৪ জনকে আটক করা হয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ