ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​মেঘনা নদীর অভয়াশ্রম অভিযানে বিপুল পরিমাণ জাল ও খুটি জব্দ।


আপডেট সময় : ২০২৫-০৪-১৭ ১৬:৪২:১৪
​মেঘনা নদীর অভয়াশ্রম অভিযানে বিপুল পরিমাণ জাল ও খুটি জব্দ। ​মেঘনা নদীর অভয়াশ্রম অভিযানে বিপুল পরিমাণ জাল ও খুটি জব্দ।



মামুন জমাদার, হিজলা : বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার লতা নদী ও হিজলা উপজেলার মেঘনা নদীতে মৎস্য ও হিজলা কোস্ট গার্ড এবং নৌ পুলিশ  এর নিয়মিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ জাল ও চর ঘেরা জালের খুঁটি জব্দ করা হয়েছে।

সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১২০ টি চর ঘেরা জাল ও ১৬০০ টি চর ঘেরা জালের খুঁটি, ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১টি কোনা জাল জব্দ করা হয়েছে। 

যৌথভাবে অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার (হিজলা) মোঃ হুসনুর জামান সালামী ও নৌ পুলিশ (হিজলা) এর সাব ইন্সপেক্টর মোঃ রমজান গাজী।

 অভিযান শেষে জাল ও খুটি পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ