ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

৪১ গ্রামের মানুষ দুর্ভোগে, খাকুরিয়া ব্রিজের অসমাপ্ত কাজ দ্রুত শেষের দাবিতে মানববন্ধন


আপডেট সময় : ২০২৫-০৪-১০ ১৪:২৬:১৩
৪১ গ্রামের মানুষ দুর্ভোগে, খাকুরিয়া ব্রিজের অসমাপ্ত কাজ দ্রুত শেষের দাবিতে মানববন্ধন ৪১ গ্রামের মানুষ দুর্ভোগে, খাকুরিয়া ব্রিজের অসমাপ্ত কাজ দ্রুত শেষের দাবিতে মানববন্ধন


 
 
শাহ আলম, টাঙ্গাইল সংবাদদাতা
 
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের খাকুরিয়া ব্রিজের কাজ ফেলে রেখে পলাতক হয়েছেন, সংশ্লিষ্ট ঠিকাদার। চার বছর পেরিয়ে গেলেও সম্পন্ন হয়নি বহু প্রত্যাশিত এই ব্রিজের নির্মাণকাজ। এর প্রতিবাদ ও দ্রুত কাজ শেষের দাবিতে এক মানববন্ধনের আয়োজন করেছে এলাকাবাসী।
 
গত ৯ এপ্রিল (বুধবার) দুপুরে খাকুরিয়া ব্রিজ সংলগ্ন রাস্তায় প্রায় ৪১ গ্রামের মানুষজন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে এই মানববন্ধনে অংশ নেন। অংশগ্রহণকারীদের মুখে ছিল ক্ষোভ আর হতাশা—একটি ব্রিজের জন্য বছরের পর বছর ধরে যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা বশির উদ্দিন মিলিটারি, দেওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবুল কাশেম, ঘাটাইল উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কোহিনুর ইসলাম, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, কৃষক দলের সভাপতি আব্দুল হাই বুলবুল এবং ইউপি সদস্য মুক্তার আলীসহ আরও অনেকে।
 
এছাড়া, মানববন্ধনে অংশ নেন আশপাশের স্কুল-কলেজের কয়েক হাজার শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
 
উল্লেখ্য, খাকুরিয়া ব্রিজটির কাজ এক বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও চার বছরেও তা বাস্তবায়িত হয়নি। সাব-ঠিকাদারের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা, আর তিনি রয়েছেন পলাতক। ফলে কাজ থেমে আছে বছরের পর বছর। এতে করে আশপাশের ৪১টি গ্রামের মানুষকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।
 
ব্রিজ না থাকায় ইতোমধ্যেই প্রাণ গেছে এক ব্যক্তির, মারাত্মক আহত হয়েছে এক স্কুল শিক্ষার্থী। দুর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছেই। বয়স্ক, নারী ও শিশুদের জন্য এই রাস্তা যেন মৃত্যু ফাঁদ।
 
ভুক্তভোগী এলাকাগুলোর মধ্যে রয়েছে—সরাশাক, কালিকাপুর, কোচপাড়া, পাঞ্জারচালা, শিবেরপাড়া, বাদেআমজানী, তালতলা, দেওপাড়া, কালিয়ান, গান্ধী, চাম্বুলতলা, রানাদহ, মলাজানী, যুগিয়াটেংর, ভবানী, মালেঙ্গা, গন্ডঘোষ, চৌরাশা, কাপাসিয়া, হরিণাচালা, দেলুটিয়া, ভাগলেরপাড়া, বাণীবাসাসহ আরও বহু এলাকা।
 
মানববন্ধনকারীরা বলেন, “এই ব্রিজ আমাদের ন্যায্য অধিকার। দ্রুত কাজ শেষ না হলে আরও কঠোর কর্মসূচিতে যাব।”
 
তাদের দাবির প্রতি দ্রুত সাড়া দিয়ে সংশ্লিষ্ট দফতরের কার্যকর পদক্ষেপ ও যথাযথ তদন্তের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ