১লা বৈশাখ উপলক্ষে মুলাদী প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি সভা
আপডেট সময় :
২০২৫-০৪-০৯ ২২:০৯:৪৭
১লা বৈশাখ উপলক্ষে মুলাদী প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি সভা
মুলাদী প্রতিনিধি: বরিশালের মুলাদী উপজেলায় গতকাল বুধবার ৯ এপ্রিল সকাল ১০টায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি পরাগ শাহা, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ তানজিলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মুলাদী সরকারী কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন হাওলাদার, মুলাদী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাও. আবদুল মোতালেব,
উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দলনের সভাপতি এফ এম মাইনুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, পৌরসভা ইসলামী শাসনতন্ত্র আন্দলনের সভাপতি আলাউদ্দিন ঢালী, পৌরসভা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম ঢালী, মুলাদী গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, মুলাদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের,
প্রধান শিক্ষক এস এম কেনান, চরডিক্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, মুলাদী মহিলা কলেজের অধ্যক্ষ মো. ইব্রাহীম, আলরাজী ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আব্দুল্লাহ আহাদ ভূঁইয়া, পৌরসভা ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান সোহান হাওলাদার, মুলাদী সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক ইলিয়াস হাওলাদার, মুলাদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. নজিবুর রহমান ভূঁইয়া কামাল, রিপোটার্স ইউনিটের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মল্লিক, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আফজাল হোসেন ও ছাত্র প্রতিনিধি সাজেন মাহমুদ প্লাবনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কমকর্তাবৃন্দ।
প্রস্তুতি, সভায় কর্মসূচী গ্রহণ করা হয়েছে, সকাল ৯টায় বৈশাখী শোভা যাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও মেলার আয়োজন গ্রহণ করা হয়েছে মুলাদী সরকারী কলেজ মাঠে শহীদ মিনার সংলগ্ন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স