কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮মার্চ) রোজ শুক্রবার বিকালে উপজেলার গুঞ্জন কমপ্লেক্সে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেকের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা কৃষক দলের আহ্বায়ক রিপন আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মঈন আহমেদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক প্রভাষক আব্দুর রহমান রাজু প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবু জাফর সোহেল রানা।