ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাবি নারী শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার


আপডেট সময় : ২০২৫-০৩-১৪ ০০:৫৮:৫৯
রাবি নারী শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার রাবি নারী শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের এক ছাত্রীকে শারীরিক হেনস্তা ও মারধরের অভিযোগে বহিরাগত দুই যুবককে গ্রেপ্তার করেছে মতিহার থানা পুলিশ।

বুধবার (১২মার্চ) রাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোঃ ফারহান মাহমুদ ও তার বান্ধবী কাজলা গেটে ইফতারের বাজার করার সময় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত দুই যুবক মোঃ তন্ময় (২৮), সে তন্ময় মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার মোঃ তরিকুল ইসলামের ছেলে ও মিলন (৩৮), সে একই এলাকার মোঃ ইন্তাজের ছেলে।

বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী মোঃ ফারহান মাহমুদ ও তার বান্ধবী কাজলা গেটে ইফতারের বাজার করছিলো। এসময় বহিরাগত এক যুবক তার বান্ধবীকে ইভটিজিং করে। এ ঘটনায় ফারহানের বান্ধবী প্রতিবাদ করলে তখন তন্ময় তার বান্ধবীর দিকে মারার জন্য তেড়ে আসে। এ সময় ফারহান বাধা দিলে তন্ময় ও তার সহযোগী তাদের উপর চড়াও হয়ে ফারহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং তার বান্ধবীকে শারীরিকভাবে হেনস্তা করে।

এ ঘটনায় ফারহান মতিহার থানায় একটি অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিহার থানার উপ-পুলিশ কমিশনার মোঃ মমিনুল করিম এর দিক নির্দেশনায় মতিহার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে। এরপর বৃহস্পতিবার দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজপাড়া থানার হটিকালচার এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করাহয়।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পেনাল কোডে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান, পুলিশের এই কর্মকর্তা।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ