আছিয়ার মৃত্যুতে টাঙ্গাইলের ভূঞাপুরে মশাল মিছিল
আপডেট সময় :
২০২৫-০৩-১৩ ২৩:৪১:০৯
আছিয়ার মৃত্যুতে টাঙ্গাইলের ভূঞাপুরে মশাল মিছিল
মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আছিয়ার মৃত্যুতে টাঙ্গাইলের ভূঞাপুরে মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে সাধারণ শিক্ষার্থীরা আছিয়ার মৃত্যুতে শোক প্রকাশে মশাল মিছিল বের করে। মিছিলটি ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেই স্কুল মাঠে এসে শেষ হয়। এসময় তারা এক মিনিট নীরবতা পালন করে।
এদিকে, আছিয়ার মৃত্যুতে সারাদেশের ন্যায় ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ভূঞাপুর উদীচীর সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান সহ আরও অনেকেই শোক প্রকাশ করেছেন।
এসময় পূজা, লাবিবা, জুলি, গৌতম, তন্ময়, ফাহাদসহ স্কুল কলেজের একাধিক মেয়ে এবং ছেলে শিক্ষার্থী প্রতিবাদ স্বরূপ হাত এবং মুখ বেধে মশাল মিছিলে অংশ নেয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স