ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দশ টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি কারাগারে


আপডেট সময় : ২০২৫-০৩-১৩ ১৭:৩০:৪৪
দশ টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি কারাগারে দশ টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি কারাগারে

 
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে মাত্র দশ টাকার লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাকির হোসেন খান (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
 
মঙ্গলবার (১১ মার্চ) রাতে নলছিটি উপজেলার নাচনমহল এলাকায় নিজ বাড়ি থেকে অভিযুক্ত জাকির হোসেন খানকে আটক করা হয়। পরদিন বুধবার (১২ মার্চ) ঝালকাঠির আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম। জাকির হোসেন খান নলছিটি উপজেলার নাচনমহল এলাকার হাশেম আলী খানের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, জাকির হোসেন খান দশ টাকার লোভ দেখিয়ে ওই শিশুটিকে নিজের অটো গ্যারেজে নিয়ে যায়। ঘটনাটি দেখে শিশুটির আট বছর বয়সী বড় বোন দ্রুত তাদের মাকে খবর দেয়। মা ছুটে এসে দেখেন, শিশুর প্যান্ট খোলা অবস্থায় রয়েছে,

আর অভিযুক্ত পালিয়ে গেছে। সন্দেহ হলে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
মামলার পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং আদালতে হাজির করে। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এর পরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
 
ওসি আরও বলেন, "আমরা এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। শিশুটির পরিবারকে সকল ধরনের আইনি সহায়তা প্রদান করা হবে।"
 
শিশুদের প্রতি এমন ভয়াবহ অপরাধের বিরুদ্ধে সমাজের সকল স্তরের মানুষকে সোচ্চার হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের কঠোর পদক্ষেপই পারে এ ধরনের অপরাধ কমিয়ে আনতে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ