ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজাপুরে সালিস বৈঠক চলাকালীন গাছ কাটায় উত্তেজনা: দুই পক্ষের মধ্যে সংঘর্ষের শঙ্কা


আপডেট সময় : ২০২৫-০৩-১১ ০৫:০২:৫৩
রাজাপুরে সালিস বৈঠক চলাকালীন গাছ কাটায় উত্তেজনা: দুই পক্ষের মধ্যে সংঘর্ষের শঙ্কা রাজাপুরে সালিস বৈঠক চলাকালীন গাছ কাটায় উত্তেজনা: দুই পক্ষের মধ্যে সংঘর্ষের শঙ্কা

 
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলায় জমি নিয়ে চলমান সালিস বৈঠকের মধ্যে একপক্ষের জোর করে গাছ কাটার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এঘটনায় রোববার রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া বাজার সংলগ্ন হাসপাতাল রোডে।
 
জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলছিল রুহানা বেগম ও তোফাজ্জেল শরীফ পরিবারটির মধ্যে। রুহানা বেগম, যিনি হাসান শরীফের মেয়ে, দীর্ঘদিন ধরে জমির ভোগদখলে ছিলেন। তবে সম্প্রতি জমি নিয়ে বিরোধের কারণে তিনি তোফাজ্জেল শরীফ এবং তার ছেলে অহিদুল শরীফের বিরুদ্ধে অভিযোগ করেন। রুহানা বেগমের অভিযোগ, সালিস বৈঠক চলাকালীন ওই দুই ব্যক্তি জোর করে জমির গাছ কাটতে শুরু করেন, যা এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে।
 
অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় সালিশ কমিটি একাধিকবার বৈঠক আয়োজন করলেও অভিযুক্তরা সালিসের সিদ্ধান্ত উপেক্ষা করে জমির প্রায় সমস্ত গাছ কেটে ফেলেন, যার মূল্য আনুমানিক ২০ হাজার টাকা।
 
এ ঘটনায় স্থানীয়রা আশঙ্কা করছেন যে, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা হয়, তবে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। বর্তমানে এলাকাবাসী উৎকণ্ঠার মধ্যে রয়েছে এবং পুলিশ প্রশাসন পরিস্থিতি শান্ত করতে দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
 
এবিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ইসমাইল হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ