কটিয়াদীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক দুধ মহাল ও কাপড় মহালে মনিটরিং অভিযান।
আপডেট সময় :
২০২৫-০৩-১০ ০১:৫৮:০৭
কটিয়াদীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক দুধ মহাল ও কাপড় মহালে মনিটরিং অভিযান।
এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে -৮ই মার্চ শনিবার সন্ধ্যায় কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বাজার মূল্য নিয়ন্ত্রণে কটিয়াদী বাজারের কাপড় মহল ও দুধ মহলে মনিটরিং অভিযান পরিচালনা করেন। বিশেষ করে দুধ মহালে রমজান মাসে দুধে পানি মিশ্রিত এবং অত্যধিক মূল্যে দুধ বিক্রি করেন বলে অভিযোগ পাওয়ায়, জরুরী ভিত্তিতে সন্ধ্যায় দুধ মহালে এক অভিযান পরিচালনা করে দেখতে পান যে, কিছু সংখ্যক দুধ বিক্রেতা প্রতি লিটার দুধ ১৫০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি করছেন। দুধের বাজার অত্যধিক দাম বেশি থাকায় ভ্রাম্যমান আদালত রমজান মাসের জন্য দুধের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি লিটার একশত টাকা নির্ধারণ করে দেন। এর আগে প্রায় ৪০ লিটার দুধে পানি মিশ্রিত ছিল বিধায় ভ্রাম্যমাণ আদালত উক্ত দুধ জব্দ করেন।
এ ব্যাপারে তিনি বলেন, রমজান মাস উপলক্ষে যেকোনো পণ্যের অতিরিক্ত মূল্য রাখা হলে তারা যেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে অবহিত করেন। তাছাড়া রমজান মাস উপলক্ষে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স