দুধ ডিমে খুশি, গরুর মাংসের দামে ক্রেতারা অসন্তোষ!
আপডেট সময় :
২০২৫-০৩-০৯ ১৭:৪৫:৫৯
দুধ ডিমে খুশি, গরুর মাংসের দামে ক্রেতারা অসন্তোষ!
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
পবিত্র মাহে রমজানের রোজা উপলক্ষে সুলভ মূল্যে স্বল্প আয়ের মানুষের জন্য ময়মনসিংহের গৌরীপুরে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রয় শুরু হয়েছে।
রোববার সকাল ১০টায় গৌরীপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে সুলভ মূল্যের এই হাটের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।
তিনি বলেন, অন্যান্য দেশে আমরা দেখি যে ধর্মীয় অনুষ্ঠান বা উৎসবের সময় পণ্য বা সেবার স্বল্পমূল্যে যাতে দিতে পারে কিন্তু আমাদের দেশে ভিন্ন রকম দেখি যে আমাদের দেশে দাম কিছুটা বেড়ে যায়। এই যে একটা পবিত্র মাস আমরা পালন করছি এইটার একটা নৈতিকতার বিষয়ে আমাদের ভাবা উচিত। আজকে শুধু উপজেলা প্রশাসন বা প্রাণিসম্পদ অফিসের না সকলেরই এই বিষয়টা জাগ্রত হোক। আমরা এই বার্তাটি দিতে চাই, আপনারাও আসুন, যাতে আমরা সকলে মিলে একটি সুন্দর দেশ গড়তে পারি, মানুষের সেবার যে মানসিকতা সেটা এইখান থেকেই শুরু করতে চাচ্ছি।
সুলভ মূল্যের হাটে প্রতি কেজি গরুর মাংস ৬৯০ টাকা, ডিমের হালি ৩৫ টাকা ও দুধ ৭০ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে।
উদ্বোধনের পরপরই সুলভ মূল্যের হাট থেকে পণ্য ক্রয় করতে স¦ল্প আয় ও মধ্যবিত্ত পরিবারের লোকজন ভিড় করে। তবে দুধ ও ডিমের দাম নিয়ে ক্রেতারা সন্তোষ প্রকাশ করলেও গরুর মাংসের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক ক্রেতারা।
ক্রেতাদের অভিযোগ, ‘ময়মনসিংহ শহর ও আশেপাশের উপজেলায় সুলভ মূল্যের হাটে গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিন্ত আমাদের গৌরীপুরের সুলভ মূল্যের হাটে এক কেজি গরুর মাংসের দাম ৬৯০ টাকা,।
সুলভ মূল্যের হাটে পণ্য ক্রয় করতে আসা নুরুজ্জামান সোহেল বলেন, ‘এই হাটে ৭০ টাকা লিটার দুধ ও ৩৫ টাকায় এক হালি ডিম কিনতে পেরে আমরা খুশি। তবে গরুর মাংসের দাম নিয়ে ক্রেতাদের কিছুটা অসন্তোষ আছে। কারণ পাশ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার সুলভ মূল্যের হাটে গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই আমাদের দাবি এই হাটে যেন গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়’।
সুলভ মূল্যের হাটে ক্রেতা হিসেবে আসা কাজী আব্দুল্লাহ আল-আমিন বলেন, ‘সুলভ মূল্যের হাটে সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়া যাচ্ছে। তবে এই হাট সপ্তাহে এক দিনের পরিবর্তে দুই থেকে তিন দিন চালু রাখলে সাধারণ মানুষ উপকৃত হবে। আর একজন ক্রেতাকে এক লিটার দুধ দেয়া হচ্ছে। রমজানে যেহেতু দুধের চাহিদা থাকে তাই দুধের পরিমাণটা যেন প্রত্যেক ক্রেতার জন্য দুই লিটার কিংবা তার বেশি পরিামণ করে দিলে ভালো হয়।
উপজেলা ডেইরী ফার্মাস এসোসিয়েশন এর সভাপতি আলীম উদ্দিন বলেন, সুলভ মূল্যের এই হাটে গরুর মাংস ৬৯০ টাকা কেজি, এক হালি ডিম ৩৫ টাকা ও ১ কেজি দুধ ৭০ টাকায় বিক্রি করছি। স্বল্প আয়ের মানুষদের কথা চিন্তা করেই আমাদের উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ কর্মকর্তার আন্তরিকতায় আমরা হাটটি চালু করতে পেরেছি। এতে আমাদের ভুর্তকী দিতে হচ্ছে। এই ভুর্তকী আমরা ডেইরী ফার্মাস এসোশিয়েশনের সদস্যরা দিচ্ছি। আমাদের লক্ষ্যই হচ্ছে স্বল্প মূল্যে সবাই যাতে মাংস, দুধ ও ডিম ক্রয় করতে পারে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শিহাব উদ্দিন বলেন, অন্যান্য উপজেলায় সুলভ মূল্যের হাটে ভর্তুকি দিয়ে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। আমরা কোন ভর্তুকি দিচ্ছি না। খামারিরা যেন লাভবান হয় সেজন্য গরুর মাংস ৬৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স