আগামীর বাংলাদেশ নতুন প্রজন্মের হাতে নিরাপদ থাকবে- হাজী জসিম উদ্দিন
আপডেট সময় :
২০২৫-০৩-০৭ ২৩:৫৭:৪৫
আগামীর বাংলাদেশ নতুন প্রজন্মের হাতে নিরাপদ থাকবে- হাজী জসিম উদ্দিন
কুমিল্লা প্রতিনিধি।।
প্রতিটি রাষ্ট্রের জন্য নতুন প্রজন্ম হল রাষ্ট্রের প্রাণ স্বরূপ ৷ আজকের যারা নতুন বা যুবসমাজের আইকন আগামীতে তারাই রাষ্ট্র পরিচালনায় আসবে৷ স্বাধীন বাংলাদেশের রুপকার শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গঠনে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে ৷ তাই আমরা বলতে পারি আগামীর বাংলাদেশ নতুন প্রজন্মের হাতে নিরাপদ থাকবে ৷ তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন নেতৃত্বের হাতে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেই তবে আমাদের সবার আদর্শের প্রতীক শহীদ জিয়া স্বপ্নের বাংলাদেশ নির্মান হবে ইনশাআল্লাহ ৷
শুক্রবার বিকেলে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা শহীদ জিয়া গবেষনা পরিষদের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা দঃ জেলা শাখার সদ্য সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন এসব কথা বলেন ৷ উপজেলা শহীদ জিয়া গবেষনা পরিষদের আহবান সার্জেন অবঃ মোঃ ইউসুফ ভূইয়ার সভাপতিত্বে সদস্য সচিব মোঃ ইমদাদুল হক সবুজ ও যুগ্ম আহবায়ক মোঃ আশরাফ উদ্দিন সরকার এর যৌর্থ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন, সাহেবাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি ফরিদ উদ্দিন চেয়ারম্যান, যুবদলের সাবেক সভাপতি মোঃ আবু ইউসুফ বাবুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আবু কাউছার ৷ এসময় উপজেলা শহীদ জিয়া গবেষনা পরিষদের ৪ টি ইউনিয়ন আহবায়ক কমিটি ঘোষনা করা হয় ৷ এসময় উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শহীদ জিয়া গবেষনা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স