ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে খিরার ভালো দাম পেয়ে খুশি কৃষক


আপডেট সময় : ২০২৫-০৩-০৭ ২১:৫০:১৯
ফুলবাড়ীতে খিরার ভালো দাম পেয়ে খুশি কৃষক ফুলবাড়ীতে খিরার ভালো দাম পেয়ে খুশি কৃষক



মো.হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরে রমজানের আগে যে খিরার প্রতিকেজি মুল্য ছিলো ১৬ থেকে ২০ টাকা। সেই খিরা রমজানের প্রথম দিন থেকে দাম বৃদ্ধি পেয়ে পাইকাড়ী বাজারে প্রতি কেজি বিক্রয় হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। এতে খিরা চাষিরা দ্বিগুন দাম পেয়ে খুশি প্রকাশ করেছেন। কৃষি অধিদপ্তর বলছেন গেলবছর রমজানে খিরার  ভালো দাম পাওয়ায় এবছর খিরা চাষি বৃদ্ধি পেয়েছে।

সারা বছরেই খিরার চাহিদা থাকলেও রমজান মাসে খিরার চাহিদা একটু বেশি থাকে। ফলে সব পণ্যের পাশাপাশি খিরার ও শশার মুল্যে বৃদ্ধি পেয়ে থাকে। সেকারনে রমজান মাসকে লক্ষ রেখে দিনাজপুরের খিরা চাষিরা  তাদের তিন ফসলি জমিতে খিরা রোপন করে থাকেন। এবছরও তার কোন ব্যত্যয় ঘটেনি। রমজান শুরুর একদিন আগে যে খিরা বাজারে বিক্রয় হয়েছে ১৬ থেকে ২০টাকা রমজানের প্রথম দিনে থেকে সেই খিরায় দাম বেড়ে দাড়িয়েছে ৪০ থেকে ৪৫ টাকা। রিতিমত পুর্বের চেয়ে দ্বিগুন দামে বিক্রয় হচ্ছে খিরা। খিরার এমন দাম পেয়ে খুশি কৃষক।

উপজেলার গোয়ালপাড়া গ্রামের কৃষক গনেশ চন্দ্র বলেন, ৪০ শতক জমিতে আবাদ করেছি খিরা। এরই মধ্যে ৩৮ মন খিরা উত্তোলন করে বাজারে বিক্রয় করেছি। রমজান আসার পূর্বে প্রতি কেজি খিরা পাইকাড়ী বিক্রয় করেছি ১৬ থেকে ২০টাকা দরে। রমজানের প্রথম দিন থেকে সেই খিরা বিক্রয় করছি ৪০ থেকে ৪৫ টাকা দরে। দাম ভালো পেয়ে আমি খুশি। খিরা চাষে লাভবান হয়েছেন এমন কথা আরো বলেন ঐ এলাকার খিরা চাষি নিমাই চন্দ্র, শিবনগর ইউনিয়নের সজল মিয়া, আলাদিপুরের মেহেরাজ আলীসহ অনেকে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আকতার বলেন, ফুলবাড়ী উপজেলায় ৬০ থেকে ৭০ হেক্টর জমিতে খিরা ও শসা আবাদ হচ্ছে। কৃষকেরা লাভবান হওয়ায় দিন দিন খিরা চাষি বৃদ্ধি পাচ্ছে। একই জমিতে বছরে ৩ বার খিরা চাষ করতে পারে। তবে কৃষক রমজানকে সামনে রেখে খিরা চাষে প্রস্তুতি নেয়। কৃষি অধিদপ্তর খিরা চাষিদের বিভিন্ন ভাবে সহযোগীতা ও পারমর্শ দিয়ে থাকে। ফলে চাষিদের ফসল ভালো হয়। এতে কৃষক লাভবান হয়।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ