কটিয়াদীতে ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান,৩৬ হাজার টাকা জরিমানা
আপডেট সময় :
২০২৫-০৩-০৭ ২১:৪৭:২৪
কটিয়াদীতে ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান,৩৬ হাজার টাকা জরিমানা
এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ভ্রাম্যমান আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযানে ৫ দোকানিকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদকে সামনে রেখে অতিরিক্ত মূল্যে পোষাক বিক্রি, নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ ও মূল্য তালিকা না থাকায় বৃহস্পতিবার (৬মার্চ) দুপুরে কটিয়াদী বাজারের ৫ দোকানিকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানাকৃত প্রতিষ্ঠান গুলো হচ্ছে বেবী ফ্যাশন দশ হাজার, এক্সপোর্ট গ্যালারী দশ হাজার, প্লাস পয়েন্ট দশ হাজার, সমর বর্মন স্টোর পাঁচ হাজার ও আল আমিন স্টোরকে এক হাজার টাকা।
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. দিদারুল আলমসহ কটিয়াদী মডেল থানার একটি পুলিশ টিম।
কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলাম জানান, রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।” সবাইকে সচেতন থেকে সরকারি নিয়ম-নীতি মেনে ব্যবসা পরিচালনা করার আহবান জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স