ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গৌরীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ


আপডেট সময় : ২০২৫-০৩-০৭ ২০:৫৯:৪৮
গৌরীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ গৌরীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : 
ময়মনসিংহের গৌরীপুরে পূর্ব শত্রুতার জের ধরে রফিকুল ইসলাম শুভ(২৮) ও হযরত আলী রাব্বী (২২) নামে ছাত্রদলের দুই   নেতাকে ‍কুপিয়ে আহত করেছে দুবৃর্ত্তরা।  এসময় তাদের রক্ষা করতে গিয়ে দুবৃর্ত্তদের হামলায় আহত হন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ও  সাবেক  পৌর কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া (৪৬)। আহত জিয়াউর রহমান সম্পর্কে তাদের চাচা হন।
 বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে গৌরীপুর পৌর শহরের পূর্ব দাপুনিয়া এলাকায় এই ঘটে। এদিকে ছাত্রদল ও যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদ জানিয়ে রাতেই শহরে বিক্ষোভ মিছিল করে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এলাকাবাসী। পরে ওই রাতেই গৌরীপুর থানায় মামলা দায়ের। 
 
রফিকুল ইসলাম শুভ গৌরীপুর পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও হযরত আলী রাব্বী গৌরীপুর পৌর ছাত্রদলের ৫ নং ওয়ার্ড শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরীপুর পৌর শহরের পূর্ব দাপুনিয়া এলাকার বাসিন্দা জিয়াউর রহমান জিয়ার সাথে পূর্ব  শত্রুতার জের ধরে বিরোধ চলছিল একই এলাকার বাসিন্দা হারুন মিয়ার পরিবারের সাথে। বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে পৌর শহরের পূর্ব দাপুনিয়া এলাকায় জিয়ার ভাতিজা রফিকুল ইসলাম শুভ ও হযরত আলী রাব্বীর ওপর হামলা চালিয়ে তাদের কুপিয়ে আহত করে হারুন মিয়ার পরিবারের সদস্যরা। খবর পেয়ে ভাতিজাকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হন জিয়াউর রহমান জিয়া। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে গুরুতর আহত শুভ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
 
হামলার প্রতিবাদ জানিয়ে রাতেই শহরে বিক্ষোভ মিছিল করে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এলাকাবাসী। এই ঘটনায় জিয়াউর রহমান জিয়া বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন। হামলার ঘটনার পর থেকেই অভিযুক্ত হারুন মিয়ার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
 
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন, হারুন মিয়া বাড়ির সামনের সড়ক দিয়ে হ্যান্ডট্রলি সহ বিভিন্ন যান চলাচল করলে টাকা দাবি করতো। আমরা এসবের প্রতিবাদ করায় বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জের ধরে আমার দুই ভাতিজাকে কুপিয়ে আহত করেছে। আহত রাব্বীর হাতে ৭টি সেলাই ও শুভর মাথায় ১৪ টি ও হাতে সাতটি সেলাই লেগেছে। শুভ এখনো চিকিৎসাধীন তার অবস্থা বেশি ভালো নয়। আমরা এর বিচার চাই। 
 
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাজহারুল আনোয়ার বলেন,
হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ