জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উদ্যোগে কামতা গোলড়া বাজার মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত
জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উদ্যোগে কামতা গোলড়া বাজার মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার:
জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উদ্যোগে আজ ৭মার্চ কামতা গোলড়া বাজার মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে মূল্যবান আলোচনা করা হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা, বিশিষ্ঠ শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ দেলোয়ার হেসাইন। মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর থানা আমীর মাওলানা ফজলুল হক ও বিশেষ অতিথি মানিকগঞ্জ সদর থানা সেক্রেটারি, বিজ্ঞ এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর সালাউদ্দিন আহমেদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ অর্থনীতিবিদ, শ্রমিক নেতা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মানিকগঞ্জ জেলা সভাপতি মোঃ আবু তাহের। এছাড়াও বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্থানীয় জন প্রতিনিধি, বাজারের স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ দেলোয়ার হেসাইন বলেন, আগামীর বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করা গেলে সমাজ তথা রাষ্ট্র থেকে ঋণের বোঝা, অভাব, বেকারত্ব দূর হবে। সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ভেতরে মেলবন্ধন তৈরি হবে যেটা আধুনিক বাংলাদেশ বিনির্মাণে অত্যন্ত জরুরী। ভারসম্যপূর্ন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা হবে পাশাপাশি দারিদ্রতার হার অনেকাংশে কমে আসবে।
তিনি আরও বলেন, এই পবিত্র রমজান সিয়াম সাধনার মাস এখান থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, লুটতরাজ, হানাহানি হিংসাত্মক মনোভাব সহ সকল রকম খারাপ খারাপ কাজ হতে বিরত থাকতে হবে। রমজানের পবিত্রতা রক্ষা ও রমজানকে কেন্দ্র করে বেশি বেশি আমল করতে হবে। রমজানের এই শিক্ষা বাকি এগারো মাস আমাদের অনুসরণ করতে হবে।
স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিবার রমজানে কিছু অসাধু ব্যবসায়ী ও কুচক্রী মহল বাজার অস্থিতিশীল করে তোলে। এদের বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং যেকোনো মূল্যে এদের প্রতিহত করতে হবে। এরা আমাদের সমাজ ও দেশের শত্রু। সর্বোপরি একটি আধুনিক, বেকারত্ব ও দারিদ্র্য। মুক্ত সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করেন। মোহাম্মদ জাহেদুল ইসলামের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিল সার্বিক পরিচালনা করেন মোঃ আসাদুজ্জামান।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স