ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বুড়িচং- ব্রাহ্মণপাড়ার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই -ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৩-০৭ ২০:১৪:০৮
বুড়িচং- ব্রাহ্মণপাড়ার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই -ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বুড়িচং- ব্রাহ্মণপাড়ার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই -ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন


মোঃ অপু খান চৌধুরী।।

বুড়িচং- ব্রাহ্মণপাড়া এ দুই উপজেলার জনপদ ও জনপদের মানুষ সবসময় অবহেলা থেকেছে। তাদের ভাগ্যের পরিবর্তন করতে চাই।  তাদের ভাগ্য উন্নয়নে মানুষের জন্য কাজ করতে চাই।

৭ মার্চ ( শুক্রবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান  উপদেষ্টার আইনজীবী কুমিল্লা-৫ (বুড়িচং - ব্রাহ্মণপাড়া) নির্বাচনী এলাকা থেকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী সিনিয়র আইনজীবী একজন সাদা মনের মানুষ ব্যারিস্টার আবদুল্লাহ-আল-মামুন ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের রানীগাছ গ্রামে একটি জানাজার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বলেন আমার বাবা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রথম মুসলিম প্রফেসর ছিলেন। আমার বাবা সেকান্দর আলী কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। 

এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে একই সরকার বারবার নির্বাচিত হয়েছে একদলীয় এমপির কারণে একশ্রেণীর লোক সুবিধা ভোগ করছে। সাধারণ মানুষ আজ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, সরকারি চাকুরী থেকে শুরু করে সকল ক্ষেত্রে দলীয়করণ করা হচ্ছে। এই দলীয়করণ থেকে মুক্তি পেতে হলে পরিবর্তনের অঙ্গীকার কাজ করে যেতে হবে।

দেশের সবচেয়ে বেশি শিক্ষিত বেকার যুবক এখন কুমিল্লায়, কোটা প্রথার কারণে কুমিল্লা শিক্ষিত যুবকরা আজ চাকরি পাচ্ছে না। মেধা থাকা সত্ত্বেও কোটা তাদেরকে আটকে দিয়েছে। তাই দ্রুত কুমিল্লাকে কোটামুক্ত করে শিক্ষিত বেকারদের সঠিক মূল্যায়ন করা হবে। 


এ ছাড়াও সীমান্তবর্তী বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলা আজ মাদকের ভয়াল থাবায় আক্রান্ত। সঠিক সময়ে চাকুরী না পেয়ে বেকার যুবকরা মাদকের দিকে অগ্রগামী হচ্ছে। আগামী প্রজন্মকে এই মাদকের থাবা থেকে বাঁচাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 


তিনি বলেন, কুমিল্লার গ্যাস সারা বাংলাদেশে গেলেও বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলা গ্যাস সংযোগ থেকে বঞ্চিত।  গ্যাস সংযোগ না থাকায় এই দুই উপজেলায় কলকারখানা তৈরি হচ্ছে না। তিনি নির্বাচিত হলে দুই উপজেলায় গ্যাস সংযোগ দিয়ে জীবনযাত্রার মান উন্নয় করা হবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ