ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে আ. লীগের দুই সংগঠনের দুই নেতাসহ গ্রেপ্তার ৫


আপডেট সময় : ২০২৫-০৩-০৭ ১৭:৪০:২৩
মির্জাগঞ্জে আ. লীগের দুই সংগঠনের দুই নেতাসহ গ্রেপ্তার ৫ মির্জাগঞ্জে আ. লীগের দুই সংগঠনের দুই নেতাসহ গ্রেপ্তার ৫

 
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে আওয়ামী লীগের সহযোগী সংগঠন উপজেলা যুবলীগ ও উপজেলা শ্রমিকলীগের দুই নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 
 
শুক্রবার ( ৭ মার্চ) গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা যুবলীগের সভাপতি লোটাস শিকদার ( ৪৯ ), উপজেলা শ্রমিকলীগের সভাপতি নিজাম হাওলাদার ( ৪৮), রুবেল মৃধা ( ৩৬), মিরাজ মৃধা ও আরও একজন।
 
পুলিশ সূত্রে জানা যায়, ‘নিজাম হাওলাদার ও রুবেল মৃধা মাদক নিয়ে আসতেছে’ এমন তথ্য পেয়ে পটুয়াখালী- মির্জাগঞ্জ সড়কের কপালভেরা স্টিল ব্রিজের কাছে পুলিশ চেকপোস্ট বসায়। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মোটরসাইকেলে নিজাম হাওলাদার ও রুবেল মৃধা সুবিদখালীর দিকে আসতে ছিলো। পুলিশ তাদের মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করে। এসময় রুবেল মৃধার প্যান্টের বাম পকেটে রাখা ৯০ পিচ ইয়াবা উদ্ধার ও তাদেরকে আটক করা হয়। অপরদিকে একই সময় সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার সামনে থেকে মির্জাগঞ্জ থানায় দায়েরকৃত একটি চাঁদাবাজি, ভাংচুর ও মারামারির মামলায় লোটাস শিকদারকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানার এক আসামীকে আটক ও মিরাজ মৃধাকে ১০ পিচ ইয়াবাসহ মজিদবাড়িয়া ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে পুলিশ।
 
থানা অফিসার ইনচার্জ ( ওসি) শাহীন হাওলাদার বলেন, বিভিন্ন মামলায় গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ