ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কয়রায় জমি দখল করাকে কেন্দ্র করে মারপিটে ৩ জন গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৩-০৭ ১৬:২২:১৫
কয়রায় জমি দখল করাকে কেন্দ্র করে মারপিটে ৩ জন গুরুতর আহত কয়রায় জমি দখল করাকে কেন্দ্র করে মারপিটে ৩ জন গুরুতর আহত



নিজস্ব প্রতিবেদক
খুলনার কয়রা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে মারপিটে ৩ জন গুরুতর আহত হয়েছে।
আহতরা হলেন এমদাদুল সরদার, খায়রুল সরদার এবং তাদের পিতা মালেক সরদার।  
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টায় বালিয়াডাঙ্গা গ্রামে।

আহত ও স্থানীয়রা জানায়, উপজেলার বালিয়াডাঙ্গা মৌজায় এস এ ১১৫ নং খতিয়ানে ৪১২ দাগের ১৪ শতক জমিতে ইমদাদুল সরদার এবং তাদের ভাইদের স্বত্ব দখলীয় জমিতে বাড়ী ঘর গাছ লাগিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। প্রায় সময় সেফাতুল্লাহ পিতা ওয়াজেদ আলী সরদার গংরা জমি দখল করার হুমকি দিয়ে আসছে।

এ নিয়ে এমদাদুল সরদার বাদী হয়ে সেফাতুল্লাহ সরদার দিংদের বিরুদ্ধে ১৪৪ ধারায় কয়রার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন এ মামলায় ২৯/১/২৫ তারিখে আদালত  সেফাতুল্লাহ দিংদের উক্ত জমিতে প্রবেশাধিকার অন্তবন্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেন। মঙ্গলবার রাতে হঠাৎ সেফাতুল্লাহ, আনিস, মোমিন, হাসান সহ ১৫/২০ জন দা লাঠি কুড়াল নিয়প এমদাদুলদের বাড়ীতে প্রবেশ করে বাড়ী ঘর ভাংচুর করতে থাকে। তারা বাধা দিলে সেফাতুল্লাহ দিংদের দা, কুড়ালের কোপে গুরুতর আহত হয় এমদাদুল খায়রুল এবং তাদের পিতা মালেক সরদার  স্থানীয়রা তাদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ রিপোর্ট লেখা পযন্ত মামলার প্রস্তুতি চলছিল।







 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ