চট্টগ্রামে অস্ত্রের মুখে ৩ ঘরে ডাকাতি
আপডেট সময় :
২০২৫-০৩-০৭ ১৫:৪৮:২৫
চট্টগ্রামে অস্ত্রের মুখে ৩ ঘরে ডাকাতি
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
চট্টগ্রামর পটিয়া উপজলার ভাটিখাইন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ৩ বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। বুধবার (৫মার্চ) গভীর রাতে আট দশ জনের একটি ডাকাত দল মাহাবুব চেয়ারম্যানের বাড়ি এলাকায় সামশুল আলমসহ ৩ ঘরে হানা দিয়ে নগদ টাকা, স্বণার্লংকার ও মোবাইলসটসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আজ বহস্পতিবার পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, গতকাল গভীর রাত প্রায় দেড়টার দিকে ভাটিখাইন করল এলাকার সামশুল আলমের পুত্র ওবায়দুল আলম শহীদ, পাশ্ববর্তী শ্রীমাই খালর বেঁড়ীবাধের কাজ শেষে বাড়ি ফিরছিল। এসময় ২/৩ জন ডাকাত তাকে অস্ত্র ঠেকিয়ে গতিরোধ করলে সে ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে তাকে মারধর করে অস্ত্র ঠেকিয়ে অবরুদ্ধ কর রাখে।
এ সময় ডাকাতরা তার ঘর থেক নগদ ৫ হাজার টাকাসহ প্লাষ্টিকের ব্যাংক ভেঙ্গে প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায়। তার স্ত্রীর কানের দুল ও একটি মোবাইল সেট লুট করে। প্রতিবেশী আবু তাহেরের ঘরে ঢুকে নগদ ৩০ হাজার টাকা, ২টি মোবাইল সেট, এটিএম কার্ডসহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল লুট করে নিয় যায়। সামশুল আলমের ঘরে ঢুকে সামশুল আলমর স্ত্রীর কানের দুল ও নগদ ৫ হাজার টাকাসহ একটি মোবাইল সেট নিয় যায়।
গৃহকর্তারা জানান, ডাকাতদলের মধ্যে অনকেই পাহাড়ি মগ চাকমা জাতির। তাদর হাতে বন্ধুকসহ বিভিন্ন অস্ত্র ছিল। পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়দ মাহাম্মদ নাজমুন নূর জানান, ডাকাতির খবর পেয়ে আমিসহ পুলিশর একটি টিম ঘটনাস্থলে গিয়েছি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয় যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স