ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত শক্তিশালী হওয়া দেশ ও জাতির জন্য আশির্বাদ-মোহাম্মদ সেলিম উদ্দিন।


আপডেট সময় : ২০২৫-০৩-০১ ১৮:২৬:০৪
জামায়াত শক্তিশালী হওয়া দেশ ও জাতির জন্য আশির্বাদ-মোহাম্মদ সেলিম উদ্দিন। জামায়াত শক্তিশালী হওয়া দেশ ও জাতির জন্য আশির্বাদ-মোহাম্মদ সেলিম উদ্দিন।


নিজস্ব প্রতিবেদক
যারা আত্মস্বার্থ,গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ ও শ্রেণি স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনীতি করেন,
জনগণ আগামী দিনের নির্বাচনে ভোটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি গতকাল রাত ৮টায় রাজধানী ঢাকার তেজগাঁও-এর স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে তেজগাঁও দক্ষিণ থানা জামায়াত আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর ইঞ্জিনিয়ার নো’মান আহমেদীর সভাপতিত্বে সমাবেশে, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়াতে হোসাইন ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার। বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর  এস এম মনির ও সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল প্রমূখ।

সেলিম উদ্দিন বলেন, আমাদের দেশের প্রচলিত রাজনীতিতে একটি চটকদার স্লোগান হলো ‘ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়’। এ স্লোগান দিয়েই আমাদের দেশের এক শ্রেণির রাজনীতিক জনগণকে ধোঁকা দিয়ে আত্মস্বার্থ চরিতার্থ করেছেন। মূলত, তাদের চিন্তা-চেতনা, ধ্যান-জ্ঞান হচ্ছে ‘দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, ব্যক্তির চেয়ে বউ বড়, আর বউয়ের চেয়ে চামচা বড়’। যারা এদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে তাদেরকে আল্লাহর তা’য়ালার পক্ষ থেকে দুনিয়া এবং আখেরাতে যুগপৎভাবে শাস্তি ভোগ করতে হবে। মূলত, মানুষের তৈরি আইন দিয়ে মানুষের কল্যাণ সম্ভব নয়। তাই আগামী দিনে এদেশে মানুষের তৈরি আইনের পরিবর্তে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ঈমান- আকিদাহ, বোধ-বিশ্বাস অনুযায়ি আল্লাহর আইন এবং ভালো  মানুষের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

তিনি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে জামায়াতের হাতকে শক্তিশালী করতে এগিয়ে আসার জন্য আহবান জানান। 

তিনি বলেন, জামায়াত দেশকে একটি শক্তিশালী ও আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন- সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একবিংশ শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশ ও জাতিকে প্রস্তুত করার এক মহাকর্মযজ্ঞ নিয়ে অগ্রসর হচ্ছি। জামায়াত এদেশে শক্তিশালী হলে মানুষের চিন্তা-চেতনা, মেধা-মনন, নৈতিকতা ও মূল্যবোধে নৈতিক পরিবর্তন আসবে। এজন্য আমরা দেশে বিভিন্ন ধরণ ও আঙ্গিকের শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠান, দাতব্য এবং জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। প্রান্তিক শ্রেণির মানুষ কর্মমুখী ও আত্মনির্ভরশীল করতে নানামুখী কার্যক্রম গ্রহণ  করে দেশেকে দারিদ্রমুক্ত করার সাধ্যমত চেষ্টা চালানো হচ্ছে। মূলত, মানবিকতা ও কল্যাণকামীতাই হচ্ছে আল্লাহর আইন। আর আগামী দিনের রাজনীতিতে জামায়াত অগ্রগামী হলে তা হবে দেশ ও জাতির জন্য আশির্বাদ।

তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সাহেবে নিসাবদের নিয়ে গুলশান পশ্চিমে সুধী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী গুলশান পশ্চিম থানার উদ্যোগে এক সুধী সমাবেশ গতকাল রাত ৯টায় গুলশানের একটি মিলনায়তনে  সেক্রেটারি মোঃ ইসমাঈল হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা মোঃ সেলিম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুর রব, মহানগরীর উত্তরের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু.ইয়াসিন আরাফাত, গুলশান জোনের সহকারী পরিচালক হেদায়েত উল্লাহ প্রমুখ।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ