ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান


আপডেট সময় : ২০২৫-০২-২২ ১৮:০৫:২৫
পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 


বিশেষ প্রতিনিধি:

পিরোজপুর সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সদর উপজেলার দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর সহোযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

দুর্গাপুর ইউনিয়নের বিদ্যালয়ের মাঠ প্রঙ্গনে অনুষ্ঠানে সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা সহায়তা কেন্দ্রর শিশু ও বাচ্চার, কৈশোর কার্যক্রমের কিশোর-কিশোরীরা, যুব কার্যক্রমের যুবক-যুবতী ও প্রবীবণ কার্যক্রমের জ্যেষ্ঠ প্রবীণ এরা বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর জোনাল ম্যানেজার মো. এমদাদুল হক প্রধান অতিথি থেকে উদ্ধোধন করেন।

 

অনুষ্ঠানের রিকের এরিয়া ম্যানেজার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়াম্যান মো. আনিছুর রহমান, রিকের আঞ্চলিক সমম্বয়কারী মো. ফারুক হোসেন, প্রবীণ কমিটির সভাপতি মো. মোস্তফা মৃধা, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি সিনিয়র সাংবাদিক হাসান মামুন, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমম্বয়কারী মো. গোলাম রাসেল, কর্মসূচি সদর উপজেলা সহকারী সমন্বয়কারী জয় কুমার ঘোষ, শাখা ব্যবস্থাপক মো. দুলাল হাওলাদার, সহকারী শিক্ষক মো. রাজিব হোসেনসহ কর্মসূচির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

প্রতিযোগিতা শেষে বিকেল বেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ পত্র বিতরণ করা হয়। উল্লেখ্য, এ কর্মসূচিতে সব বয়সী মানুষদের বিনোদন মুখী করতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ