ব্রাহ্মণপাড়াকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে-জেলা প্রশাসক আমিরুল কায়ছার

আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৯:২৯:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৯:২৯:৩৭ অপরাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।। 
ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি নীতি নির্ধারণী বিষয়কে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে। তবেই ব্রাহ্মণপাড়া আধুনিক সুন্দর ও উন্নত উপজেলায় রূপান্তরিত হবে। গ্রাম থেকে উপজেলা পর্যন্ত সকল বিষয়ে স্বচ্ছতা আসলে এ দেশটা এগিয়ে যাবে। এ দেশটা আমাদের সকলের। তাই প্রত্যেকের উচিত দেশ প্রেমের ব্রত হয়ে আমরা সবাই সঠিক নিয়মের মধ্যে থেকে কাজ করে এ দেশ থেকে দুর্নীতিকে বিদায় দিয়ে উন্নত রাষ্ট্রে পরিণত করা।


১৯ আগস্ট মঙ্গলবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ঋর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, তিনি প্রথমে ব্রাহ্মণপাড়া থানা পরিদর্শন করেন পরে উপজেলা ভূমি অফিসের একটি রাস্তা উদ্বোধন করেন এবং ভূমি অফিসের বিভিন্ন দাপ্তরিক কাজ ঘুরে দেখেন। এরপর উপজেলা কমপ্লেক্স মাঠে বৃক্ষরোপন করে উপজেলার প্রশাসনের সকল কর্মকর্তাদের নিয়ে উপজেলা মিলনায়তনে এক বিনিময়ে সভা করেন।


সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা,কুমিল্লা সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নূর আসেক, ব্রাহ্মণপাড়া অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ হাসিবুর রেজা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ রানা, মৎস্য কর্মকর্তা রাগিব হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম আযম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, আনসার ভিডিপির কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমাজসেবা কর্মকর্তা বেলাল হোসেন চৌধুরীসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক সাহেবাবাদ ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]