
মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ীতে আবাদি জমি থেকে বর্ষার পানি নিস্কাশন ক্যানেলের মুখে প্রভাবশালী কর্তৃক ইটের প্রাচীর নির্মান। প্রায় ১ হাজার বিঘা আমন আবাদ বন্ধ হওয়ার উপক্রম। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ১৭ বছরের প্রাচীর ১ ঘন্টায় ভেঙ্গে দিলেন গ্রাম পুলিশ। আবার আবাদে ফিরলো ১ হাজার বিঘা জমি।
উপজেলার হাসেমপুর গ্রামের প্রভাবশালী ব্যাক্তি লোকমান আলী বর্ষার মাছ ধরার জন্য সরকারী ক্যানেলে মুখে ইট,পাথর দিয়ে ঢালাই প্রাচীর নির্মান করেন প্রায় ১৭ বছর আগে। স্থানীয় কৃষকেরা প্রতি বছর আমনের মৌসুমে জমিতে বর্ষার পানি আটকে থাকায় তারা ভালো ভাবে আমন চাষ করতে পারতো না। লোকমান আলীর দলিয় প্রভাব থাকায় বিভিন্ন ভাবে তাকে বোঝানোর চেষ্টা করে ব্যার্থ হন সকলেই। গত বৃহস্পতিবার বিষয়টি ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলীর নজরে আসলে সে গত শনিবার সকাল ১১টায় ঘটনাস্থলে যান এবং সরজমিনে দেখে তৎক্ষনাৎ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মওলানা নবিউল ইসলামকে ফোন দিয়ে অবৈধ্য প্রাচীর গুলো ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। চেয়ারম্যান সঙ্গে সঙ্গে ১০ জন গ্রাম পুলিশকে ঘটনা স্থলে পাঠিয়ে প্রায় ১ ঘন্টার মধ্যে পানি নিস্কাশনের প্রধান বাঁধা অবৈধ্য প্রাচীর গুলো ভেঙ্গে ফেলেন। উপজেলা নির্বাহী অফিসারের তড়িৎ সিন্ধান্তের মাধ্যমে পানি নিস্কাশনের পথ সুগম করায় স্থানীয় কৃষকেরা খুশি প্রকাশ করেন।