
মোঃ আকতারুজ্জামান, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে ফেসবুকে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন জিতু রায় (২৭) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র। তিনি উপজেলার ব্রহ্মোত্তর সুন্দরদিঘী এলাকার তারিনি রায়ের ছেলে ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ। পরে ময়না তদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, প্রেমিকার সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ায় মানসিক ভেঙে পড়েন জিতু। প্রেমিকা অন্যত্র বিয়ে করায় তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। মৃত্যুর আগে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন এবং হাতে লেখা তিন পৃষ্ঠার একটি চিঠিও রেখে যান।
নিহতের কাকা হীরেন রায় জানান, শনিবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে ফেসবুক স্ট্যাটাস দেখে পরিবার জিতুকে খুঁজতে থাকে। ঘরে না পেয়ে এক পর্যায়ে বাড়ির পাশের একটি আমগাছে তার ঝুলন্ত দেহ দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে (বাহাদুর বাজার এলাকায়) তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ মর্গে পাঠায়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, “আত্মহত্যার আগে জিতু একটি সুইসাইড নোট রেখে গেছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।