কাউখালীতে উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আজমল গ্রেফতার

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৮:১২:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৮:১২:০৭ অপরাহ্ন

 
 কাউখালী প্রতিনিধি।
 
পিরোজপুরের কাউখালী থানা পুলিশের একটি চৌকস দল সোমবার ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী সেচ্ছাসেবক লীগের কাউখালী  উপজেলা শাখার আহবায়ক আজমল হোসেন সরদার (৫৫)কে গ্রেপ্তার করে । 


জানা গেছে, কাউখালী থানার ইন্সপেক্টর তদন্ত এবার আলী মোল্লার নেতৃত্বে ঝালকাঠি থানা পুলিশের সহায় ঝালকাঠী স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি কাউখালী থানার ওসি মোঃ সোলায়মান নিশ্চিত করেন। আজমল হোসেন সরদার কাউখালী গোসনতারা গ্রামের মৃত ফারুক সরদারের ছেলে।


জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপির অফিস ভাঙচুর  ও অগ্নি সংযোগ মামলার গ্রেফতার দেখিয়ে আসামিকে সোমবার (১৮ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে। 
কাউখালী থানার ওসি মোঃ সোলায়মান জানান, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক আজমল হোসেনের সরদারকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]