রাণীশংকৈলে ইউএনও’র নির্দেশে জব্দকৃত শালগাছ স’মিলে কর্তন

আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০১:১৫:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০১:১৫:২৪ অপরাহ্ন
 
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ বিভিন্ন সময়ে চোরাইকৃত ও ঝরে পড়া শাল গাছ জব্দ করে উপজেলা প্রশাসন। আর এসব শালগাছ স’মিলে ফারাই করার দৃশ্য দেখে জিজ্ঞাসা করা হয় স’মিলের শ্রমিকদের তারা জানায় ইউএনও অফিসের বিকাশ এবং ড্রাইভার রফিক ভ্যান যোগে কাঠ গুলি নিয়ে এসেছে। 
 
জানাযায়, বিভিন্ন সময়ে ঝরে পড়া ও চোরাইকৃত শালগাছ ইউএনও তার অফিসে জব্দ করে রাখা হয়। আর এসব শালগাছ নিলামে বিক্রয় করে উপজেলা প্রশাসন কিন্তু  (১৬ আগস্ট) শনিবার এসব নিয়ম না মেনে অসৎউদ্দেশ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিউল মাজলুবিন রহমান এমিলি স’মিলে ফারাই করার নির্দেশ দেন। 
 
এবিষয়ে ইউএনও অফিসের অফিস সহকারী বিকাশ রায় মুঠো ফোনে বলেন, ইউএনও স্যারের নির্দেশে গাছের টনগুলো  স’মিলে নিয়ে যাওয়া হয়েছে। রামরায় পুকুর পাড়ে সিড়ি তৈরির জন্য।
 
এব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান মুঠোফোন বলেন, প্রায় ১ মাস আগে গাছগুলো ঝড়ে পড়ে যায়। সে গাছগুলো জব্দ করে উপজেলা পরিষদে রাখা হয়। কাঠগুলো ফারাই করে রামরাম পুকুরে সিড়ির কাজে ব্যাবহার করা হবে। এটি আমি ডিসি স্যারের কাছে অনুমতি নিয়েছি।
 
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত মুঠো ফোনে বলেন, ইউএনও রামরায় পুকুরে ব্যবহারের জন্য একটি শালগাছের কথা আমাকে জানিয়েছে। সরকারি জব্দকৃত শালগাছ নিলাম ছাড়াই ফারাই করা কতটা যৌক্তিক এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি জব্দকৃত গাছ সরকারি কাজে ব্যাবহার হবে এখানে সমস্যা কি।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]