টাঙ্গাইলে গৃহায়ন তহবিল নিয়ে মতবিনিময় সভা

আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৫:৫৮:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৫:৫৮:১৮ অপরাহ্ন

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি।

টাঙ্গাইলে গৃহায়ন তহবিল কার্যক্রমের উন্নয়ন ও উপকারভোগীদের অভিজ্ঞতা বিনিময় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে শহরের সেতু কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও গৃহায়ন স্টিয়ারিং কমিটির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম। এ সময় তিনি টাঙ্গাইল সফরে এসে গৃহায়ন তহবিলের কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে মতামত দেন।

সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও গৃহায়ন তহবিলের ফান্ড ম্যানেজার মো. কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- 
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি’র পরিচালক মোহাম্মদ কামাল হোসেন

সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন সোসিও ইকোনমিক ব্যাংকিং এসোসিয়েশন (সেবা)’র নির্বাহী পরিচালক মো. রিয়াজ আহম্মেদ লিটন, সভা শুরুর আগে স্বাগত বক্তব্য দেন, সেতু’র পরিচালক (মানব সম্পদ) মির্জা সাকিফ হোসেন।

অনুষ্ঠানে টাঙ্গাইল অঞ্চলের প্রায় ৩৫টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নির্বাহী পরিচালক, প্রতিনিধি, সেতুর কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের উপকারভোগীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, গৃহায়ন তহবিল শুধু আবাসনই নয়, বরং দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]