গৌরনদীতে জন্মাষ্টমীর সমাবেশ ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৫:৫১:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৫:৫১:২৫ অপরাহ্ন

গৌরনদী প্রতিনিধি।

শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী উপলক্ষে উপজেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শনিবার সকালে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপলক্ষে শনিবার বেলা ১১টায়গৌরনদী উপজেলার পরিষদ চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিতসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি শান্তনু ঘোষ।

বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক গনেশ চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্মসাধারণ সম্পাদক রাজা রাম সাহাপ্রমূখ। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরির নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রাটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]