নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমান ইয়াবাসহ পুলিশের জালে আটক ১

আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৫:২১:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৫:২১:৫৭ অপরাহ্ন
 
হেলাল উদ্দীন (মিঞাজী), নাইক্ষ্যংছড়িঃ (বান্দরবান) প্রতিনিধি। 
 
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি ফাঁড়ি পুলিশের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে চথোয়াইওয়ান মার্মা (২০) নামে এক জনকে আটক করা হয়।
 
পুলিশ সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানা'র অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হকের নির্দেশে সোনাইছড়ি পুলিশ ফাড়ি কেন্দ্রের ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক কামরুল ইসলামের নেতৃত্বে এসআই ফেরদৌস রনি সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালিত হয়। 
 
শুক্রবার (১৫ আগস্ট) রাত ১১টা ৪৫ মিনিটে সোনাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ক্যায়াংপাড়া গ্রামের ইউনিয়ন পরিষদ ভবনের প্রায় ১০০ গজ পূর্ব পাশে পাকা সড়কে।
অভিযানে চথোয়াইওয়ান মার্মা, পিতা পিং আচং মার্মা, সাং জুম খোলা, থানাঃ নাইক্ষ্যংছড়ি, জেলা বান্দরবানকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
 
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
 
নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘেঁষা এলাকায় প্রতিনিয়তই মিয়ানমার থেকে ইয়াবা পাচারের চেষ্টা চলে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এসব মাদক নিয়ন্ত্রণে কাজ করছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]