সিলেটের অভিযানে জাফলং থেকে লুট হওয়া ৭০০০ ঘনফুট পাথর জৈন্তাপুর থেকে উদ্ধার।

আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১১:৩৮:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১১:৩৮:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-৯, সিলেটের অভিযানে জাফলং থেকে লুট হওয়া ৭০০০ ঘনফুট পাথর জৈন্তাপুর থেকে উদ্ধার। 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারেক অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এই ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও টহল ডিউটি করাকালীন সময় গোপন সূত্রে জানতে পারে যে, সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন আসাম পাড়া এলাকায় জাফলং থেকে লুট হওয়া বিপুল পরিমান পাথর রয়েছে। পরবর্তীতে র‌্যাব-৯ এর টহল টিম, সাদা পোশাকধারী সদস্য এবং সিলেট জেলা প্রশাসনের সহায়তায় একটি যৌথ আভিযানিক দল অদ্য ১৫ আগষ্ট ২০২৫ ইং তারিখ আনুমানিক বিকাল ১৭:৩০ ঘটিকার সময় সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন আসাম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিলেটের জাফলং থেকে লুট হওয়া আনুমানিক ৭,০০০ ঘনফুট পাথর উদ্ধার করতে সক্ষম হয়। 

পরবর্তীতে উদ্ধার হওয়া পাথর ট্রাকে করে নিয়ে জাফলং এলাকার নদীতে পুনরায় ফেলার প্রক্রিয়া চলমান রয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]