বোয়ালখালীতে স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় ‘মব সৃষ্টি করে নির্যাতন থানায় মামলা

আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৬:১৮:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৬:১৮:১৬ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম।  

চট্টগ্রামের বোয়ালখালীতে স্ত্রীর স্বীকৃতি চাইতে আসায় মবের শিকার হয়েছেন এক নারী। ‘বাচ্চা চোর’ আখ্যা দিয়ে গাছের সঙ্গে বেঁধে ওই নারীকে মারধর করা হয়। ছিনিয়ে নেওয়া হয়েছে নগদ টাকা, স্বর্ণের গয়না ও মুঠোফোন। 

বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ৪ নং শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরার নবাব আলীর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। গাছের সঙ্গে বেঁধে ওই নারীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ৮০-৯০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। তিনি নগরীর হালিশহরের একটি পোশাক কারখানায় কাজ করেন।তার বাড়ি কক্সবাজারের পেকুয়ায়।

ভুক্তভোগী ওই নারী জানান, এক বছর আগে মোবাইলের মাধ্যমে বোয়ালখালী উপজেলা শাকপুরা এলাকার মৃত সিরাজুল হকের ছেলে আজিজুল হকের (৩৫) সঙ্গে তার পরিচয় হয়। পরে আজিজুলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে করবে বলে দুই মাস পূর্বে আজিজুল হক তাকে নগরীতে ভাড়া বাসায় রাখেন। গত দুই সপ্তাহ ধরে আজিজুল হক যোগাযোগ করছিলো না।

তিনি বলেন, খোঁজ নিয়ে বুধবার বিকেলে আজিজুলের বাড়িতে এলে সে আমাকে চেনে না বলে মারধর শুরু করে। এতে ওর পরিবারের লোকজনও যোগ দেয়। এ সময় আমার সঙ্গে থাকা মুঠোফোন, ব্যাগ, স্বর্ণের গয়না কেড়ে নিয়ে মুখে টেপ লাগিয়ে দেয়। একপর্যায়ে ‘বাচ্চা চোর’ বলে চিৎকার করতে থাকে। লোকজন জড়ো হয়ে একটি রাস্তার পাশে গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়ি মারধর করে। পুলিশ উদ্ধার না করলে ওরা আমাকে মেরেই ফেলতো। ওই নারীর দাবি, আজিজুল জানিয়েছিল সে ডিভোর্সি। বাড়িতে এসে জানতে পারেন তার স্ত্রী রয়েছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, স্থানীয় লোকজন বিষয়টি ৯৯৯-এ জানালে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে চিকিৎসা করায়। ওই নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]