
এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে ডাক্তার পরিচয়ে গাঁজা বিক্রয় অতঃপর ৩০কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিল জনতা।
বৃহস্প্রতিবার (১৪ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার চারিয়া গ্রামে প্রাইভেটকারে ডাক্তার পরিচয় লিখে গাঁজা বিক্রয়ের সময়ে হাতেনাতে ৩০ কেজিসহ ২ গাঁজা ব্যবসায়ীকে আটক করে পুলিশকে খবর দিলে বাঢ্রা হাওর তদন্ত কেন্দ্রে নিয়োজিত এসআই মানস ভদ্রের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল তাদের আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন- ভৈরব উপজেলার আমলাপাড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে হৃদয় মিয়া ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার তুলতুলি গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মজিবুর রহমান।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় একটি মাদক মামলা রুজু করে আলামতসহ আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।