বাকৃবি ও ব্র‍্যাকের সমন্বয়ে জলবায়ু অভিযোজিত কৃষি নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৮:২৯:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৮:২৯:৫৬ অপরাহ্ন

বাকৃবি প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) যৌথ আয়োজনে ‘জলবায়ু অভিযোজিত কৃষি’ বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০-১২ আগস্ট দিনাজপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়। 

কর্মশালায় কৃষি ডাক্তারদের প্রশিক্ষণ দেন বাকৃবি ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকরা। প্রশিক্ষণ সেশনে জলবায়ু অভিযোজিত ফসল চাষপদ্ধতি, পরিবেশবান্ধব রোগবালাই ব্যবস্থাপনা, মাটির স্বাস্থ্য রক্ষা, পানি ব্যবস্থাপনা, কৃষি উদ্যোক্তা সৃষ্টি ও বাজারজাতকরণ নিয়ে আলোচনা হয়। কর্মশালার সমন্বয়ক ছিলেন বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান।

এতে আরও উপস্থিত ছিলেন, বাকৃবির কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. সালাউদ্দিন পলাশ, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা আমিন, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো.শাহাদাত হোসেন খান, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মহিদুল হাসান, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ নিজামউদ্দিন, ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির ঊর্ধ্বতন কর্মসূচি ব্যবস্থাপক তৌসিফ আহমদ কোরেশী এবং ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। 

জানা যায়, ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির ‘এডাপটেশন ক্লিনিক’ উদ্যোগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি দেশের উপকূল, হাওড়, নদীবিধৌত ও বরেন্দ্র অঞ্চলের কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। এ কার্যক্রম বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করছে বাকৃবি।

কর্মশালায় প্রশিক্ষকরা বলেন, বাংলাদেশের কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা, খরা, সেচের পানির সংকট এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির মতো নানা প্রতিকূলতা সত্ত্বেও কৃষকদের উৎপাদন অব্যাহত রাখতে হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন জলবায়ু অভিযোজিত প্রযুক্তি, উন্নত জাতের ফসল, টেকসই চাষপদ্ধতি, কৃষি আবহাওয়া তথ্যের ব্যবহার এবং রোগবালাই ব্যবস্থাপনার উন্নত কৌশল।  


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]