মোঃ আসাদুল ইসলাম আসাদ, দিনাজপুর প্রতিনিধি: বিরামপুর উপজেলার ৬টি ইউনিয়নের ১৬ পয়েন্টে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ ও বিক্রির জন্য উন্মুক্ত লটারীর মাধ্যমে ডিলার নির্বাচন করা হয়েছে।
উপজেলা অডিটরিয়ামে বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্যবান্ধব কমিটির সভাপতি নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে এ লটারী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এএইচএম তৌহিদুল্লাহ, খাদ্য গুদাম কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার, অতিরিক্ত বৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, সেনা বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুস সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর বাদশা, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম মণ্ডল প্রমূখ।