হিজলায় মেঘনা নদীতে জাহাজ ডুবির ঘটনায় পাল্টাপাল্টি মামলা, আটক-৩

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১১:৩০:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১১:৩০:৩১ অপরাহ্ন

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় জাহাজের ধাক্কায় জাহাজডুবির ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ তারিখ রাত ৩ টার সময় উপজেলা আলীগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে এমবি আল কোবা-১ (এম-২৫২৩০) জাহাজের ধাক্কায় এমভি মিম,রা (এম ১৮১২৩) জাহাজ কাঁচামাল সহ ডুবির অভিযোগ উঠে।

এ ঘটনায় এমভি মিমরা জাহাজ কর্তৃপক্ষ এমভি আর কুবা জাহাজের কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন, নৌ-পুলিশে। তখন মোহনপুর নৌ-পুলিশ এমভি আল কুবা জাহাজটি আটক করেন। এছাড়া ঐ জাহাজের ৩ জন স্টাফকে আটক করেন নৌ-পুলিশ।

অপরদিকে, এমভি আল কুবা জাহাজের মালিক আবদুল মতিন জানান, আমাদের জাহাজ কাউকে ধাক্কা দেয়নি। বরং আমাদের জাহাজ সেখানে তাদের এক ঘণ্টা আগে নোঙর করা ছিল। এমভি মিম,রা জাহাজের ধাক্কায় আমাদের জাহাজের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে হিজলা থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ আমিনুল ইসলাম বলেন, জাহাজ ডুবির ঘটনায় একটি মামলা ও একটি জিডি হয়েছে। নৌ-পুলিশ এমভি আল কুবা জাহাজের ৩ জনকে আটক করে মামলা দিয়েছে। আমরা তাদের আদালতে প্রেরণ করেছি।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]