কুবি প্রতিনিধি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'আইসিটি অ্যাসোসিয়েশন'র উদ্যোগে ‘আইসিটি উইক’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০ টার দিকে র্যালির মাধ্যমে এই অনুষ্ঠানের শুরু হয়।
র্যালি শেষে আইসিটি বিভাগের শিক্ষার্থী কাজী জান্নাতুল মেহেজাবিন ও আলিফ মুর্শেদের সঞ্চালনায় জাতীয় সংগীত ও পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে বিদায় অনুষ্ঠান শুরু হয়। এতে বিভাগের বিশ্ববিদ্যালয়ের ১২, ১৩ ও ১৪তম আবর্তনের শিক্ষার্থীদের বিদায় এবং ১৮ ও ১৯তম আবর্তনের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুর রহমান এবং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, 'আমরা জ্ঞান অন্বেষণের জন্য যে পরিশ্রম করি তেমনিভাবে যদি ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করি তাহলে অন্যদের থেকে আমরা অনেকটা এগিয়ে থাকব। যারা নবীন এসেছো তাদের সাথে কথা বললে অনেক ভয়ংকর তথ্য উঠে আসে যেটা হলো র্যাগিং। খুবই দুঃখজনক বিষয় যারা র্যাগ দেয় তারাও মাত্র সাত থেকে আট মাস আগে বিশ্ববিদ্যালয়ে এসেছে।
আমরা র্যাগের বিরুদ্ধে সোচ্চার হলেও এবছর আমরা র্যাগ থেকে মুক্তি লাভ করতে পারিনি। আশা করি জুলাই আন্দোলনে ছাত্ররা যেভাবে ফ্যাসিজম সরকার দূর করতে পেরেছে তেমনিভাবে এই গুটিকয়েক র্যাগিং এর সাথে জড়িত শিক্ষার্থীদেরও দূর করতে পারব।'
উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, 'আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে অনেক কিছু ঘুমন্ত অবস্থায় আছে। তোমাদের সেগুলো জাগ্রত করতে হবে। তোমরা এক ব্যাচ আরেক ব্যাচকে গালিগালাজ করবে না।
এভাবে সালাম দাও, ওভাবে সালাম দাও এগুলোর দরকার নেই। একজন ছাত্র আরেকজন ছাত্রকে সালাম না দিলে কী আসে যায়? আমাকে কেউ সালাম না দিলে আমি কোনো কষ্ট পাই না। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করতে হবে। এই বিভাগ থেকেই শুরু হোক সেই পরিবর্তন।'