বখাটে নারী শান্তা ও সুলতানের বিরুদ্ধে আরো ১টি চাঁদাবাজির মামলা দায়ের।

আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৮:৫২:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৮:৫২:৩৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানুষকে মিথ্যা মামলা মোকদ্দমার ভয়ভীতি প্রদর্শনসহ অর্থ আত্মসাৎকারী এবং ব্ল্যাকমেইলিং করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করায় বন্দর নবীগঞ্জের চিহ্নিত প্রতারক শান্তা ও সোনারগাঁয়ের বৈদ্যের বাজার গ্রামের চাঁদাবাজ ভেজাইল্যা সুলতানের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ আমলী আদালতে মামলা দায়ের হয়েছে। মামলা নং-১৫০/২৫।

ঘটনার বিবরণে জানা যায়, বন্দর উপজেলার নবীগঞ্জ উত্তরপাড়া টিআই রোড এলাকার শান্তি মিয়ার কন্যা শান্তা আক্তার (২৯) ও সোনারগাঁয়ের বৈদ্যের বাজার হাড়িয়া গ্রামের মৃত চাঁন মিয়ার সরকারের পুত্র সুলতান মাহমুদ দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে মানুষদের ব্ল্যাকমেইলিং করে আসছিল। শান্তা ও সুলতান চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন অনলাইনে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করে ভুক্তভোগী নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার, খানপুর মেইন রোড এলাকার মোঃ খলিলুর রহমানের ছেলে ফখরুল হাসানের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে।

এছাড়াও, শান্তা আক্তার ফেইসবুকে পরিচয়ের মাধ্যমে ফখরুলকে ব্ল্যাকমেইলিং করার মাধ্যমে বিয়ে করার প্রস্তাব দেয়। বিয়ে না করলে ধর্ষণসহ নারী নির্যাতন মামলা দিয়ে ফাসিয়ে হয়রানী করবে বলেও হুমকী দেয়। শান্তা ও সুলতান বিভিন্ন সময় ফখরুলকে মোবাইল ফোনে গালিগালাজ করে হুমকী ধামকী দেয়।

প্রথম গত ২৯ মে, দ্বিতীয় ঘটনা ১৫ জুন এবং সর্বশেষ ঘটনা ১৭ জুন নারায়ণগঞ্জ চাষাড়ায় অবস্থিত প্রাইম জেনারেল হাসপাতাল এন্ড ডায়গোনষ্টিক সেন্টার ২য় তলায় ফখরুলকে ডেকে নিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত টাকা না দিলে ফখরুলসহ তার পরিবারের সদস্যদের মানহানী ও সামাজিক ভাবে হেনস্থা করে হত্যা করবে বলে হুমকী প্রদান করে। যার ফলে কোনো উপায়ন্তুর না পেয়ে ভুক্তভোগী ফখরুল ন্যায় বিচারের স্বার্থে ৪০৬/৪২০/৩৮৫/৫০০/৫০৬ দঃবিঃ মোতাবেক চাঁদাবাজ সুলতান মাহমুদ ও বহুরূপী নারী শান্তার বিরুদ্ধে গত ২৪ জুন নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে পিবিআই নারায়ণগঞ্জ তদন্ত করছে।

খুব দ্রুতই আসামীদের বিরুদ্ধে চার্জশীট দিবে বলে পুলিশ জানায়। এদিকে উশৃঙ্খল ও বখাটে তরুনী শান্তা আক্তার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টার্গেট ভিত্তিক পুরুষদের সাথে সম্পর্ক তৈরি করে ব্ল্যাকমেইলিং করছে এবং বিভিন্ন মানুষদের প্রতারনার ফাঁদে ফেলে মিথ্যা অভিযোগ ও মামলা দেওয়ার পায়তারা করে মোটা অংকের টাকা চাঁদা আদায় করে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বেশ কিছুদিন আগে বন্দরে এক ছেলের বিয়ের সময় বিয়ে বাড়ীতে উঠে বরকে ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করে বিয়ে করার দাবী জানায়। তৎক্ষনাৎ ঐ ছেলের বিয়ে ভেঙে যায় কিন্তু শান্তার চাহিদা এবং আশা পূরণ হয়নি। পরবর্তীতে এলাকার মানুষ শান্তার প্রতারণার বিষয়টি জানতে পেরে ধিক্কার ও তিরস্কার জানায়। এই অর্থ লোভী এবং বাজে মেয়ে শান্তার কবল থেকে মুক্তি চায় নবীগঞ্জ বাসী।

এদিকে, চাঁদাবাজ সুলতান মাহমুদ সম্প্রতি চাঁদাবাজি করতে গিয়ে ফতুল্লা থানায় মামলা খায় এবং সেই মামলায় বর্তমানে নারায়ণগঞ্জ কারাগারে বন্দি জীবন কাটাচ্ছে। ইতিমধ্যে সুলতানকে গত বুধবার পুলিশ একদিনের রিমান্ডে নিয়েছিল। সুলতানকে ছাড়াতে মরিয়া হয়ে উঠেছে শান্তা।

তবে একটি সূত্র জানায়, শান্তার সাথে সুলতানের রয়েছে অবৈধ সম্পর্ক এবং এই সম্পর্ক ধরেই বিভিন্ন মানুষকে ট্রাপে ফেলে স্বর্বস্ব লুটে নিচ্ছে এই প্রতারক চক্রটি।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]