সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচী

আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৭:৫৮:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৭:৫৮:১৮ অপরাহ্ন

মোঃ মাসুদ রেজা, সিরাজগঞ্জ। 

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হাটিকুমরুল হাইওয়েতে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক ব্লকেড করেছে। ১০ আগস্ট রবিবার সকাল ১০.৫০ মিনিটে তারা হাটিকুমরুল হাইওয়ের চত্ত্বর ব্লকেড করে অনতিবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনের জন্য সরকারকে সময় বেধে দেয়।

শিক্ষার্থীদের স্থায়ী ক্যাম্পাসের আন্দোলনে সংহতি জানান, বাংলাদেশ জামাত ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ ও জামাত ইসলামির শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার নেতাকর্মীরা আন্দোলনে সংহতি জানিয়ে মহাসড়কে অবস্থান করেন। এসময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রিদয়, জাকারিয়া, সমুদ্র, মেরাজ, হাসান, রায়হান, মিলন, মাইশাসহ প্রমুখ।

এবিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) জনাব নজরুল ইসলাম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে শিক্ষার্থীরা ২০২৪ সালের ২১ ডিসেম্বর থেকে রাজপথে আন্দোলন করছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯ বছরে ডিপিপি ৮ বার সংশোধন করে জমা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন পরিচালিত করছে। তবে বিশ্ববিদ্যালয় থেকে ৩৫ কিলোমিটার দূরে এসে সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড়ে কর্মসূচি পালন করায় আমরা চিন্তিত। শিক্ষার্থীদের অধিকতর নিরাপত্তার স্বার্থে আমরা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এসেছি।

আমরা তাদের দাবির প্রতি সংহতি জানাই। বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়টির ডিপিপি হুবহু দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন করুক সরকার, আজ আমরা সেই দাবিই করছি। আশাকরি সরকার আমাদের বিনীত অনুরোধে দ্রুত সাড়া দেবে এবং শিক্ষার্থীদের দ্রুত শিক্ষা কার্যক্রমে ফেরার ব্যবস্থা করবে।

সকাল ৯ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া অবরুদ্ধ হয়ে পড়েন।

উল্লেখ্য, প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৎসামান্য অঙ্কের ডিপিপি অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে আসছেন।

গত ২৬ জুলাই ২০২৫ শনিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে। সমস্ত শর্তপূরণ ও প্রমাণক সরবরাহের পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি’র অনুমোদন কেন হচ্ছে না, প্রশ্নটি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সিরাজগঞ্জের সাধারণ মানুষকে হতাশ করেছে। প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও বার বার পরিবর্তন করে মাত্র ৫ শত ১৯ কোটি ১৫ লক্ষ টাকার বরাদ্দ সরকার কেন দিচ্ছে না তা নিয়ে সচেতন মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]