সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন

আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৫:০১:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৫:০১:১০ অপরাহ্ন
 
তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি।
 
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সামনে প্রেসক্লাব নালিতাবাড়ীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপদেষ্টা এম এ হাকাম হীরা, দপ্তর ও প্রচার সম্পাদক এম উজ্জ্বল, নির্বাহী সদস্য প্রিন্সিপাল মুনীরুজ্জামান ও সদস্য হারুন অর রশিদ।
 
সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেনের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া, নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল, আইনজীবী সুধাংশু কলোয়ারসহ আরও অনেকে।
 
বক্তারা তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। প্রেসক্লাব নেতারা বলেন, সাংবাদিকদের ওপর কোনো ধরনের আক্রমণ বরদাস্ত করা হবে না।
 
মানববন্ধনে নালিতাবাড়ীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ত্রাসী ও ছিনতাইকারীরা কুপিয়ে হত্যা করে আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]